শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ঘোষণা করলো হাইকোর্ট

- আপডেট সময় ০৬:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন তিন মাসের স্থগিতের আদেশ ও রুল ইস্যু প্রদান করেছেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।
মঙ্গলবার(২সেপ্টেম্বর)হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চে শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।ব্যবসায়ী সমিতির সদস্য ও রীট কারী মোহাম্মদ তাজ উদ্দিন তাজু জানান,তিনি হাই কোর্টের ওই বেঞ্চে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে রীট পিটিশন নং-১৪০৩৭ দায়ের করলে বিচারপতি দ্বয় তিন মাসের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করে কেন ব্যবসায়ী সমিতির নির্বাচন অবৈধ হবে না মর্মে জবাব প্রদানের জন্য রুল ইস্যু করেন,বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিত্বকারী সচিব,জেলা প্রশাসক মৌলভীবাজার, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকতা,অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল ও গঠিত শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম বরাবরে।
উল্লেখ্য যে গত ১০ আগষ্ট রীট কারী নির্বাচন স্থগিত চেয়ে গঠিত বিতর্কীত নির্বাচন কমিশন পুনর্গঠন,ভোটার তালিকা হালনাগাদ করে আগামী জাতীয় নির্বাচনের পরে ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠানের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেন।
কিন্তু গত ২১ আগষ্ট এ আবেদন খারিজ হলে তিনি বিক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্বাচন কমিশন গঠনের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রীট পিটিশন দায়ের করলে উল্লেখিত আদেশ প্রদান করেন হাইকোর্ট।
এ ব্যাপারে রীট কারী মোহাম্মদ তাজ উদ্দিন বলেন,সর্বশেষ ২০১৭ সালে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন হয়েছিল,যা ছিল তিন বছর মেয়াদী। কিন্তু ফ্যাসিস্ট আমলের সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদের প্রত্যক্ষ মদদে এই পরিষদ অতিরিক্ত অদ্যাবদি ৫ বছর পার হয়ে গেলেও কোন নির্বাচন আয়োজন করেননি। আজকের এ বিজয় শ্রীমঙ্গল সাধারণ ব্যবসায়ীসহ সবার বিজয় বলে তিনি জানান।
