শ্রীমঙ্গল ভারতীয় মদ উদ্ধার,সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার -৪
- আপডেট সময় ১০:৪৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ৪৬৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ বোতল ভারতীয় মদসহ নজরুল ইসলাম শাহীন (৪২) ও সুমন দেবনাথ (৩৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া অন্য অভিযানে সামছু মিয়া নামে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪,৮৯,৯০০ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত আসামিসহ পরোয়ানাভুক্ত ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে (৯ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানার এসআই রাকিবুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের মহসিন প্লাজার সামনে থেকে ০২ বোতল ভারতীয় মদসহ নজরুল ও সুমনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
অপর এক অভিযানে এসআই রাকিবুল হাসান ও এসআই সজীব চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ সিআর ১২৭৬/১৯ মামলায় ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪,৮৯,৯০০ টাকার জরিমানার সাজাপ্রাপ্ত আসামি ১। সামছু মিয়া, পিতা- মৃত আলী আজগর, সাং- মহাজিরাবাদ, থানা- শ্রীমঙ্গল এবং ২। জিআর ২৬৪/২২ মামলার পরোয়ানাভুক্ত আসামি আল আমিন, পিতা- ইদ্রিস আলী, সাং- কুঞ্জবন, থানা- শ্রীমঙ্গলকে গ্রেফতার করেন।
আজ (১০ মে) গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।