শ্রীমঙ্গল মাটি চাপায় ৪ চা শ্রমিকের মৃত্যু
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৭:৪৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ৩২১ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানে মাটিচাপায় ৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচ জন।
শুক্রবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০),পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।
জানাযায়,আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ঘর লেপার জন্য শুক্রবার সকালে চারজন নারী চা-শ্রমিক মাটি আনতে গিয়েছিলেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়লে ঘটনাস্থলেই মারা যান দুজন। পরে আরও দুজন মারা যান।
শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেদওয়ান আহসানুল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই চার নারীর মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালে আছে।
এদিকে তাৎক্ষণিক মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মৃত চার পরিবারকে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শামীম অর রশিদ তালকদার মৌলভীবাজার২৪ ডট কমকে বিষয়টি নিশ্চিত করেন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)