শ্রীমঙ্গল সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

- আপডেট সময় ০৭:০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ৬৩৭ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে এলাইছ মিয়া নামে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২০ আগস্ট) রাতে শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত এলাইছ মিয়া ওরফে ইলিয়াছ মিয়া শ্রীমঙ্গল থানাধীন জিলাদপুর গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জিআর ২৩৪/১৮ (শ্রীমঙ্গল) মামলায় পেনাল কোডের ৩২৬ ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১,০০০ হাজার টাকা অর্থদণ্ড,অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পেনাল কোডের ৩০৭ ধারার অপরাধে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আসামিকে আজ সোমবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
