সঠিক ও নিরপেক্ষ তথ্য উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যম জনসচেতনতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে. জেলা প্রশাসক
- আপডেট সময় ০১:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ৬৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজননে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার জেলা প্রশাসক বলেন,সঠিক ও নিরপেক্ষ তথ্য উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যম জনসচেতনতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে আঞ্চলিক তথ্য অফিস সিলেট এর আয়োজনে শহরের জাতীয় মহিলা সংস্থার হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তোহিদুজ্জামান পাভেল।
তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ও গণভোটের সময় দায়িত্বশীল সাংবাদিকতা জনগণের আস্থা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। অপপ্রচার রোধ ও সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের আরও সচেতন হতে হবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা,অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন পিপিএম।
সেমিনারের সভাপতিত্বে করেন,আঞ্চলিক তথ্য অফিস সিলেট মোঃ আকিকুর রেজা
সেমিনারে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।


















