ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিলের বাবা আর নেই প্রত্যেক ভোটারের দোয়ারে দোয়ারে রুকনদের বারবার যেতে হবে – মোঃ ফখরুল ইসলাম রাজনগরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন্য গ্রে ফ তা র, মোটরসাইকেল ও প্রাইভেট কার জব্দ নাচ গানের মধ্য দিয়ে আধিবাসী খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় পালিত মৌলভীবাজারসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত ছাত্রীকে বিয়ে করে উধাও শিক্ষক,প্রথম স্ত্রী গেলেন থানায় জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব, বিদায় সংবর্ধনা ও বই পড়া উৎসব অনুষ্ঠিত যুবদল নেতা আবুল হোসেনকে বহিষ্কার তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সততা ও দক্ষতার সাথে ভবিষ্যৎ কর্মজীবনে কাজ করার আহবান.. পুলিশ সুপার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / ৫০০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ৫৬ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার  (৪ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ৫৬ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন -পিপিএম।

নির্বাচিত ৫৬ জনের মধ্যে উপজাতি কোটায় ১ জন এবং সাধারণ কোটায় ৫৫ জন। এছাড়া ৬ জনকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে।

নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম এই নিয়োগকে উদ্দেশ্য করে কোন রকম তদবির বা সুপারিশ না করায় মৌলভীবাজারবাসীকে ধন্যবাদ জানান।

 

তিনি প্রাথমিকভাবে নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে তাদেরকে সততা ও দক্ষতার সাথে ভবিষ্যৎ কর্মজীবনে কাজ করার আহবান জানান। তিনি বলেন, ‘যে স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আমি আশা করব তোমরাও সাধারণ জনগণকে সেরকম সততা, নিরপেক্ষতা এবং দুর্নীতিমুক্ত হয়ে পেশাদারিত্বের সাথে সেবা প্রদান করবে।

 

এই নিয়োগে মৌলভীবাজার জেলা থেকে অনলাইনে মোট ১৫০২ জন প্রার্থী আবেদন করেন। তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে ৪৭৫ জন প্রার্থী গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯১ জন প্রার্থী আজ (৪ ডিসেম্বর) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।

উল্লেখ্য, অনলাইনে আবেদনকারী ১৫০২ জনের মধ্যে গত ০৪ নভেম্বর নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে ১২১৯ জন প্রার্থী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের দিন উপস্থিত হন। সেখান থেকে প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে শারীরিক সক্ষমতা পরীক্ষার (Physical Endurance Tes) জন্য ৮২০ জনকে বাছাই করা হয়। এরপর গত ০৫ নভেম্বর Physical Endurance Test (PET)- শেষে ৬৮২ জন এবং তৃতীয় ধাপে গত ০৬ নভেম্বর লিখিত পরীক্ষার জন্য ৪৭৫ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়।

 

ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, নিয়োগ প্রত্যাশীদের অভিভাবকবৃন্দসহ নিয়োগ প্রক্রিয়ার বিভিন্নে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সততা ও দক্ষতার সাথে ভবিষ্যৎ কর্মজীবনে কাজ করার আহবান.. পুলিশ সুপার

আপডেট সময় ০৯:০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজার২৪ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ৫৬ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার  (৪ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ৫৬ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন -পিপিএম।

নির্বাচিত ৫৬ জনের মধ্যে উপজাতি কোটায় ১ জন এবং সাধারণ কোটায় ৫৫ জন। এছাড়া ৬ জনকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে।

নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম এই নিয়োগকে উদ্দেশ্য করে কোন রকম তদবির বা সুপারিশ না করায় মৌলভীবাজারবাসীকে ধন্যবাদ জানান।

 

তিনি প্রাথমিকভাবে নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে তাদেরকে সততা ও দক্ষতার সাথে ভবিষ্যৎ কর্মজীবনে কাজ করার আহবান জানান। তিনি বলেন, ‘যে স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আমি আশা করব তোমরাও সাধারণ জনগণকে সেরকম সততা, নিরপেক্ষতা এবং দুর্নীতিমুক্ত হয়ে পেশাদারিত্বের সাথে সেবা প্রদান করবে।

 

এই নিয়োগে মৌলভীবাজার জেলা থেকে অনলাইনে মোট ১৫০২ জন প্রার্থী আবেদন করেন। তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে ৪৭৫ জন প্রার্থী গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯১ জন প্রার্থী আজ (৪ ডিসেম্বর) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।

উল্লেখ্য, অনলাইনে আবেদনকারী ১৫০২ জনের মধ্যে গত ০৪ নভেম্বর নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে ১২১৯ জন প্রার্থী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের দিন উপস্থিত হন। সেখান থেকে প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে শারীরিক সক্ষমতা পরীক্ষার (Physical Endurance Tes) জন্য ৮২০ জনকে বাছাই করা হয়। এরপর গত ০৫ নভেম্বর Physical Endurance Test (PET)- শেষে ৬৮২ জন এবং তৃতীয় ধাপে গত ০৬ নভেম্বর লিখিত পরীক্ষার জন্য ৪৭৫ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়।

 

ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, নিয়োগ প্রত্যাশীদের অভিভাবকবৃন্দসহ নিয়োগ প্রক্রিয়ার বিভিন্নে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ।