সরকার কাঁচের ঘরের মধ্যদিয়ে দিবা সপ্ন দেখছে…ডা: এ.জেড.এম জাহিদ
- আপডেট সময় ০৪:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
- / ৩৭৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, গতকালতো শুধু মঞ্চ ভেঙ্গে পড়েছে। কিছুতেই যদি এই সরকার বিদায় না হয় তা হলে মঞ্চের মতো ভেঙ্গে পড়বে। সরকার কাঁচের ঘরের মধ্যদিয়ে দিবা সপ্ন দেখছে ও বিভিন্ন আওয়াজ করছে। আমাদের দেশে একটি প্রবাদ আছে খালি কলস বাজে বেশি। ভরা কলসি বাজে কম। সরকার দলের কতিপয় নেতানেত্রীর কথা শুনে মনে হয় উনারা দিবা স্বপ্ন দেখছেন। ৩০ তারিখের ঢাকায় বিএনপি গণসমাবেশ হয়েছে, সেটিতে মানুষের সম্পৃক্ততা দেখলে বুঝা যায় মানুষ এই সরকারকে চায় না।
তবে এর আগে দরকার নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন কালীন যোগ্য ও গ্রহণযোগ্যতা সম্মন্ন তত্ত্বাবধায়ক সরকার।
শনিবার ৭ জানুয়ারি সন্ধ্যায় মৌলভীবাজার জেলা বিএনপি আয়োজিত গণ আন্দোলনের ১০ দফা দাবী এবং রাষ্ট্রকাঠামো রূপরেখা ২৭ দফা বিষয়ে বিভিন্ন ইউনিটের দলীয় নেতা ও পেশাজীবীদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন।
শহরের একটি অভিজাত হোটেলে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট সুনীল কুমার দাস, নাসির উদ্দীন আহমদ মিঠু, আশিক মোশাররফ, যুগ্ম সাধারণ সম্পাদ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ উর রহমান সহ অন্যন্যরা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন মাতুক, হেলু মিয়া, বদরুল আলম সহ জেলা, উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা। প্রধান অতিথি ডা: এ.জেড.এম জাহিদ হোসেন আরও বলেন, দেশ থেকে প্রায় ১০ লক্ষ কোটি টাকা লুপাট হয়েছে এটি সিপিডি ও অন্যান্য সুধিজনরা বলছেন। বাংলাদেশের ৮শ কোটি কোথায় গেল আজ পর্যন্ত তা আর বের হলনা। দেশের অর্থনীতি আজ চরম বিপর্যস্থ। জাহিদ বলেন ১৪ বছরে কতশত মানুষ জন গুম হয়েছেন।
যারা এ যাবৎ গুম হয়েছে। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বলা হচ্ছে অজ্ঞাত আসামী, দেশ এখন কোন যায়গায় গেছে। আইন আদালত ও আইন শৃঙ্গলা বাহিনীকে কিভাবে নগ্নভাবে ব্যবহার করা হচ্ছে। এর প্রকৃত উদাহরণ মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন নিয়ে নানা টালবাহানা।
সভাপতির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান বলেন, ১০ দফা দাবির পাশাপাশি রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখাও মানুষের কাছে পৌঁছাতে হবে। এ বিষয়গুলো তৃণমূলের মানুষ কিভাবে দেখছে ও গ্রহণ করছে এবং ওখানে তাদের কোনো প্রস্তাব ও মতামত থাকলে তা নিতে হবে। তিনি অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রকাঠামো রূপরেখা পাঠ করেন ও এ বিষয়ে আলোচনা করেন।