সাংবাদিক ইমরান আর নেই,বিভিন্ন মহলের শোক

- আপডেট সময় ০৩:২৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ৬০২ বার পড়া হয়েছে

এম এ ওয়াহেদ: বিশিষ্ট সাংবাদিক আতাউর রহমান ইমরান ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সাংবাদিক আতাউর রহমান ইমরান দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার চীপ রিপোর্টার ছিলেন। সে মরনব্যধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা গ্রীন লাইফ হসপিটাল আইসিউতে মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধার পরে ইন্তেকাল করেছেন। সে লাখাই প্রেক্লাবের সহ-সভাপতি ছিলেন। তার পিতা মরহুম লিয়াকত আলী বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এর একমাত্র ছেলে।
মৃত্যুকাল স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
তার মৃত্যুতে লাখাই প্রেসক্লাব কমিটির নেতৃবৃন্দ, লাখাই উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম, ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম সহ উপজেলার সর্বস্তরের সুশিল সমাজ, ও মৌলভীবাজার ২৪ ডট কমের সম্পাদক মো: মাহবুবুর রহমান রাহেল, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা পরিবারের সকল গণমাধ্যম কর্মী সহ সকলে আতাউর রহমান ইমরান এর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করেন।
আগামীকাল বুধবার তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
