সাংবাদিক শাহজাহানের উপর দু*র্বৃ*ত্তদের হা-ম-লা

- আপডেট সময় ০১:১৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ১১২৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ দৈনিক রূপালী বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য এম.শাহজাহান আহমদ এর উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর আহত করে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে সদর হাসপাতাল জামে মসজিদের সম্মুখে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে সাংবাদিক শাহজাহান বের হন। তখন মসজিদের বাহিরে ওত পেতে থাকা মার্কস পড়া ৭/৮ জন যুবক হঠাৎ শাহজাহানের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে রাস্তায় ফেলে চলে যায়।
তবে কি কারণে এ হামলা করা হয়েছে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান আমরা হসপিটালে গিয়ে উনাকে দেখে এসেছি এবং যারা এ ঘটনার সাথে সাথে জড়িত তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
