সাইফুর রহমান স্মৃতি পরিষদ, যুক্তরাজ্য শাখার সভাপতি সাইদুর রহমান সাধারণ সম্পাদক অদুদ আলম
- আপডেট সময় ০৮:৫৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ৪৯৬ বার পড়া হয়েছে

প্রব্স ডেস্কঃ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের স্মৃতিকে ধারণ করে প্রবাসে তাঁর কর্মময় জীবনের মূল্যায়নের উদ্দেশ্যে গঠিত হলো “এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ”-এর যুক্তরাজ্য শাখা।
শুত্রবার ১ আগস্ট পরিষদের ৮১ সদস্য বিশিষ্ট প্রথম কমিটি অনুমোদন দেন মরহুম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। তাঁর সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সময় প্রবাসী মৌলভীবাজারবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, পর্যায়ক্রমে আরও ২০ জন সদস্য যুক্ত করে কমিটির সদস্য সংখ্যা ১০১ জনে উন্নীত করা হবে।
আগামী ৫ সেপ্টেম্বর লন্ডনে মরহুম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী স্মরণে অনুষ্ঠানের আয়োজন করবে নবগঠিত কমিটি।
কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি সাইদুর রহমান রানু। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি অদুদ আলম।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শরীফুজ্জামান চৌধুরী তপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল ওয়াহিদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোয়ালেহীন করিম চৌধুরী।


















