সাবেক আইজিপি শহীদুল হক দুই দিনের রিমান্ডে
- আপডেট সময় ০১:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ১৫৭ বার পড়া হয়েছে
কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হককে গ্রেপ্তার দেখিয়ে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার বেলা ১২টার দিকে শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শনিবার দুপুরে বিশেষ নিরাপত্তায় পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হককে কুমিল্লা কারাগারে আনা হয়। সোমবার এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল।
গত ১১ সেপ্টেম্বর সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র্যাবের সাবেক প্রধান বেনজির আহমেদসহ অন্তত ১৯০ জনের বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলী আদালতে ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেন আইকন বাসের মালিক আবুল খায়ের। এতে ১৩০ জনের নাম এবং অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়েছে।