ব্রেকিং নিউজ  
                            
                            সাবেক এমপি ও সংগীতশিল্পী মমতাজ বেগম গ্রে/প্তা/র
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ১০:৩৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
 - / ২৮৯ বার পড়া হয়েছে
 

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত পৌনে ১২টার দিকে ডিবির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিবি জানায়, রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে। রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
জনপ্রিয় লোকগানের শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ–২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন।
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            
																			












