সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রে ফ তার

- আপডেট সময় ০২:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিবুর রহমান কামালকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে একটি রাজনৈতিক মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
গত বছরের ২৭ জুলাই ইউপি উপ-নির্বাচনে অংশ নিতে কামাল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান। সে সময় দেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা রোধে কারফিউ জারির কারণে নির্বাচন কমশিন ওই নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
এদিকে পুলিশ গ্রেফতার মুহিবুর রহমান কামালকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য দাবি করলেও তার পরিবার ও স্থানীয় লোকজনের দাবি তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নন। এলাকায় মুহিবুর রহমান কামালের নামে এক ব্যক্তি প্রায় ১০ বছর আগে আওয়ামী লীগের সদস্য ছিলেন। মুহিবুর রহমান অনেক মারা গেলেও স্থানীয় বিরোধের জেরে কে বা কারা পুলিশকে ভুল তথ্য দিয়ে মুহিবুর রহমান কামালকে আওয়ামী লীগের নেতা পরিচয় চালিয়ে পুলিশকে দিয়ে তাকে গ্রেফতার করিয়েছে।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বুধবার সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি জিআর মামলার সন্ধিগ্ধ আসামি হিসাবে মুহিবুর রহমান কামালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
