ঢাকা ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তারেক রহমানকে বরণ করতে মৌলভীবাজারের নেতাকর্মীরা ঢাকায় সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহনকারী ফ্লাইট তারেক রহমানের নিরাপদ স্বদেশ আগমন কামনায় মৌলভীবাজারে দোয়া মাহফিল কমলগঞ্জে সীমান্তবর্তী এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো ৪৬ বিজিবি মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেইজ- ২ তে ৬ নেতা গ্রে ফ তা র কুলাউড়ায় পিকআপের ধাক্কায় সড়কেই দুই মোটরসাইকেল আরোহী নিহত পাঠক নন্দিত লেখক আসাদ মিলন এর স্বরচিত কবিতা ” আমার বিজয় দিবস, আমার ভাবনা “ তারেক রহমানের প্রত্যাবর্তনে মৌলভীবাজারে বিএনপির রাজপথ মুখর আনন্দ মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৪ জন মৌলভীবাজারে জাতীয়তাবাদী রিক্স ভ্যান অটোচালক দল কমিটি গঠন

সাবেক মন্ত্রীর ভাগনেকে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • / ১৩৮৬ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধিঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য শাহাব উদ্দিনের ভাগনে সোয়েব আহমদকে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোয়েব বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। অপর প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৯ এপ্রিল (শুক্রবার) সোয়েবকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে রফিকুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরাবর শাহাব উদ্দিন এবং তার দুই ভাগনে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী সোয়েব আহমদ ও ইউপি চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ওবায়দুল কাদেরের কাছে অভিযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে দপ্তর সম্পাদককে ডেকে সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনকে এ নির্দেশের কথা জানিয়ে দিতে বলেন। একইসঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাংগঠনিক সম্পাদককে নির্দেশ দেন।

লিখিত অভিযোগে রফিকুল ইসলাম সুন্দর উল্লেখ করেন, স্থানীয় সংসদ সদস্য শাহাব উদ্দিন তার ভাগনেকে উপজেলা নির্বাচনে জেতাতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সোয়েব আহমদের পক্ষ কাজ করার নির্দেশ দেন। এ নির্দেশ অমান্য করলে অথবা নির্বাচনে তার ভাগনের পক্ষে কাজ করতে অপারগতা প্রকাশ করলে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

এতে আরও বলা হয়, সোয়েব আহমদ ও সালেহ আহমদ জুয়েল মিলে ইতোমধ্যেই অনেককে লাঞ্ছিত করেছেন। সম্প্রতি মৎস্যজীবী সম্প্রদায়ের এক লোক ভোট দিবেন না জানালে তাকে থাপ্পড় দেন সোয়েব আহমদ। এর আগেও স্থানীয় চেয়ারম্যান ও এক ইউপি সদস্যকে তারা লাঞ্ছিত করেন।

রফিকুল ইসলাম সুন্দর বলেন, সংসদ সদস্য এবং তার দুই ভাগনের হাত থেকে রক্ষা পেতে আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছি। এরপর তিনি সংসদ সদস্য শাহাব উদ্দিনের ভাগনেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিতে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদককে নির্দেশনা প্রদান করেন।

এ বিষয়ে জানতে সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের ভাগনে সোয়েব আহমদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাবেক মন্ত্রীর ভাগনেকে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ

আপডেট সময় ০৯:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বড়লেখা প্রতিনিধিঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য শাহাব উদ্দিনের ভাগনে সোয়েব আহমদকে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোয়েব বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। অপর প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৯ এপ্রিল (শুক্রবার) সোয়েবকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে রফিকুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরাবর শাহাব উদ্দিন এবং তার দুই ভাগনে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী সোয়েব আহমদ ও ইউপি চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ওবায়দুল কাদেরের কাছে অভিযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে দপ্তর সম্পাদককে ডেকে সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনকে এ নির্দেশের কথা জানিয়ে দিতে বলেন। একইসঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাংগঠনিক সম্পাদককে নির্দেশ দেন।

লিখিত অভিযোগে রফিকুল ইসলাম সুন্দর উল্লেখ করেন, স্থানীয় সংসদ সদস্য শাহাব উদ্দিন তার ভাগনেকে উপজেলা নির্বাচনে জেতাতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সোয়েব আহমদের পক্ষ কাজ করার নির্দেশ দেন। এ নির্দেশ অমান্য করলে অথবা নির্বাচনে তার ভাগনের পক্ষে কাজ করতে অপারগতা প্রকাশ করলে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

এতে আরও বলা হয়, সোয়েব আহমদ ও সালেহ আহমদ জুয়েল মিলে ইতোমধ্যেই অনেককে লাঞ্ছিত করেছেন। সম্প্রতি মৎস্যজীবী সম্প্রদায়ের এক লোক ভোট দিবেন না জানালে তাকে থাপ্পড় দেন সোয়েব আহমদ। এর আগেও স্থানীয় চেয়ারম্যান ও এক ইউপি সদস্যকে তারা লাঞ্ছিত করেন।

রফিকুল ইসলাম সুন্দর বলেন, সংসদ সদস্য এবং তার দুই ভাগনের হাত থেকে রক্ষা পেতে আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছি। এরপর তিনি সংসদ সদস্য শাহাব উদ্দিনের ভাগনেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিতে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদককে নির্দেশনা প্রদান করেন।

এ বিষয়ে জানতে সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের ভাগনে সোয়েব আহমদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।