ব্রেকিং নিউজ
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করায় নিন্দা ও প্রতিবাদ
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৯:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
- / ৫১৮ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
আমি মোঃ আয়াছ আহমদ, পিতা-মৃত আরজদ মিয়া, সাং-গোবিন্দশ্রী, বর্তমান ঠিকানা: ইসলামবাগ, পাগুলিয়া রোড, ডাক, থানা ও জেলা-মৌলভীবাজার এর স্থায়ী বাসিন্দা। “মৌলভীবাজার নিউজ” নামীয় ফেসবুক পেইজ হতে আমার নামে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ফেসবুকে একটি পোস্ট প্রদান করা হয়। যা আমার সম্পর্কে সম্পূর্ন মিথ্যা এবং আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ।
আমি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে জড়িত। আমার দৃঢ় সন্দেহ হচ্ছে যে, বর্নিত পেইজে আমার মান-সম্মানহানী ও সমাজে ছোট করার জন্য ওই পোস্ট দেয়া হয়।
আমি এই পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানা একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
( মোঃ আয়াছ আহমদ)
জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর
মৌলভীবাজার পৌরসভা
মোবাঃ ০১৭১১-১১০২৫৪
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :