ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ফ্যাসিবাদ রুখে দিতে ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই – আহবায়ক ময়ুন খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় না করার আহবান বিএনপির সিমেন্ট ও লৌহ জাত দ্রব্য ব্যবসায়ীদের সমিতির সভাপতি নির্বাচিত হলেন শাহিন মৌলভীবাজারে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের স্বাস্থ্য কর্ড বিতরণ সংক্ষিত সফরে কাতার গেলেন মাওলানা আহমদ বেলাল বেগম জিয়া দেশে আসার পরপরই রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হয়ে যাবে আপার কাগাবলা ইউনিয়নে বিএনপির নির্বাচন অনুষ্ঠিত চারটি প্রদেশের যে প্রস্তাবনা করা হয় তা সিলেট অঞ্চলের মানুষের প্রতি চরম বৈষ্যমের বহিঃ প্রকাশ ঘটেছে এমন সিদ্ধান্তের প্রতিবাদে মত বিনিময় সভা নিজের জমির ধান নিজেই কাটছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌলভীবাজারে ইমাম সমিতির মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

সিমেন্ট ও লৌহ জাত দ্রব্য ব্যবসায়ীদের সমিতির সভাপতি নির্বাচিত হলেন শাহিন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / ২১১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার সিমেন্ট ও লৌহ জাত দ্রব্য ব্যবসায়ীদের সমিতির সভাপতি নিবার্চিত হয়েছেন মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও মেসার্স জাহিন হার্ডওয়্যার সত্বাধীকারী সৈয়দ হুমায়েদ আলী শাহিন।এছাড়াও সৈয়দ হুমায়েদ আলী শাহীন মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আছেন।

সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের এক অভিজাত রেস্টুরেন্টে মৌলভীবাজার জেলার রড, সিমেন্ট ও ডেউটিন ব্যবসায়ীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। উ

 

ক্ত সভায় মৌলভীবাজার জেলার সাতটি উপজেলা নিয়ে একটি ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি- সৈয়দ হুমায়েদ আলী শাহীন (মেসার্স জাহিন হার্ডওয়ার,মৌলভীবাজার ),সাধারণ সম্পাদক – শামীম আহমদ (মেসার্স হাজী আব্দুল খালিক এন্ড সন্স, মৌলভীবাজার ) এবং সাংগঠনিক সম্পাদক – শাকির আহমদ (মেসার্স শফিকুর রহমান,কুলাউড়া ) কে মনোনীত করা হয়।
এছাড়াও উক্ত কমিটিতে যথাক্রমে সিনিয়র সহ সভাপতি (১)জনাব আব্দুল মতিন, (মেসার্স মতিন টেডার্স,রাজনগর )
সহ-সভাপতি (২)আমিনুল ইসলাম (মেসার্স আমিনুল টেডার্স,কুলাউড়া ) সহ-সভাপতি (৩)জনাব এম এ মহসিন (মেসার্স এম এ নুর,জুড়ী ) যুগ্ম সাধারণ সম্পাদক (১)⁩ অজয় কুমার দাশ (মেসার্স সততা ট্রেডার্স,শ্রীমঙ্গল )
যুগ্ম সাধারণ সম্পাদক (২) শশাঙ্ক কুমার দত্ত (মেসার্স শশাঙ্ক কুমার দত্ত,বড়লেখা ) সহসাংগঠনিক – ১.অলিউর রহমান (মেসার্স হাজী কবির এন্ড সন্স,মৌলভীবাজার )
২.মাহবুবুর রহমান (মেসার্স আয়েশা ট্রেডার্স,বড়লেখা )
৩.হাবিবুর রহমান খোখন(মেসার্স বকুল অ্যান্ড সফিক ট্রেডার্স,জুড়ী) ৪.মাহফুজুর রহমান সায়েম (মেসার্স নুরজাহান ট্রেডার্স,কুলাউড়া ) ৫.জিল্লুর রহমান চৌধুরী (মেসার্স শিপন এন্টারপ্রাইজ,রাজনগর ) ৬.নুরুল ইসলাম খান রাজু (মেসার্স হাজী শামসুদ্দিন খান এন্ড সন্স,শমশেরনগর )
৭.কামাল আহমদ (মেসার্স জুয়েল ট্রেডার্স,শ্রীমঙ্গল )
কোষাধক্ষ্য – শশাংক পাল (দি নিউ আর.পি হার্ডওয়্যার এন্ড স্যানিটারি, মৌলভীবাজার ) প্রচার ও প্রকাশনা সম্পাদক -আজিজুল হোসেন তুহেল (মেসার্স মৌলভী এন্টারপ্রাইজ,মৌলভীবাজার ) সহপ্রচার ও প্রশাসনা সম্পাদক -মইনুল আলম ময়না (মেসার্স এস এম ট্রেডার্স,জুড়ি )
দপ্তর সম্পাদক – আশফাক আহমদ চৌধুরী(মেসার্স ইসমাইল স্যানিটারি মার্ট,মৌলভীবাজার ) ক্রিয়া ও সংস্কৃতি সম্পাদক – কাওসার আহমদ (মেসার্স কাওসার হার্ডওয়ার,শেরপুর ) কার্যকরী সদস্য ১.মোঃ আনিসুর রহমান (আনু) মেসার্স রহমান ট্রেডার্স (চাঁদনী ঘাট, মৌলভীবাজার) ২.আলহাজ্ব মোঃ আতাউর রহমান (হাজী আতাউর রহমান এন্ড সন্স মৌলভীবাজার)
৩.মোহাম্মদ আশরাফ মিয়া (মেসার্স মামুন হার্ডওয়ার মৌলভী বাজার) ৪.নজরুল ইসলাম রেনু (মেসার্স হাজী নুর ট্রেডার্স,কুলাউড়া ) ৫.রেজাউল করিম সুমন (মেসার্স সুমন এন্টারপ্রাইজ,কুলাউড়া ) ৬.সুলেমান আহমদ (মেসার্স আজিজ ট্রেডার্স,বানুগাছ ) ৭.আলী আহসান (মেসার্স আহসান ট্রেডার্স,কুলাউড়া) উক্ত সভায় সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সৈয়দ হুমায়েদ আলী শাহীন। মৌলভীবাজার জেলার রড সিমেন্ট ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ, উন্নয়ন ও ব্যবসায়ীদের সার্বিক সুবিধা অসুবিধা রক্ষণাবেক্ষণ এবং সুষ্ঠু পরিবেশে ব্যবসা পরিচালনা করার ঘোষণা দিয়ে ২০০৭ সালের শেষের দিকে মৌলভীবাজার শহরের কয়েকজন ব্যবসায়ী কে নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। বর্তমানে এর পরিধি বৃদ্ধি পেয়ে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলা ব্যাপি এর কার্যক্রম প্রতিষ্ঠা লাভ করে। প্রথমদিকে সংগঠনটি কোন গঠনতন্ত্র ছাড়াই পারস্পরিক সম্পর্কের মাধ্যমে পরিচালিত হয়ে আসে। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি দায়িত্ব পালন করেন হাজী আব্দুল খালিক এন্ড সন্স এর স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন জাহিন হার্ডওয়ার এন্ড সেনেটারী স্বত্বাধিকারী সৈয়দ হুমায়েদ আলী শাহিন। গঠনতন্ত্র তৈরীর জন্য সৈয়দ হুমায়েদ আলী শাহীনকে আহবায়ক, শামীম আহমদকে যুগ্ম আহবায়ক এবং এবং শাকির আহমদ, আব্দুল মতিন ও অজয় কুমার কে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের মধ্যভাগে মৌলভীবাজার জেলা সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির একটি খসড়া গঠনতন্ত্র তৈরি করে দেয়। এ গঠনতন্ত্রের ধারাবাহিকতা নানা প্রয়োজনে সংশোধন, সংযোজন, বিয়োজন করা যাবে গঠনতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে।

অনুষ্ঠানে উপস্থিত সকলে সংগঠনটিকে সাধুবাদ জানিয়ে সার্বক্ষণিক পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করেন। সংগঠনটি সকল ব্যবসায়ীর সহায়ক হিসেবে কাজ করবে বলে আশাবাদী। পরিশেষে সকল ব্যবসায়ীর কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে ।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিমেন্ট ও লৌহ জাত দ্রব্য ব্যবসায়ীদের সমিতির সভাপতি নির্বাচিত হলেন শাহিন

আপডেট সময় ০১:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

মৌলভীবাজার জেলার সিমেন্ট ও লৌহ জাত দ্রব্য ব্যবসায়ীদের সমিতির সভাপতি নিবার্চিত হয়েছেন মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও মেসার্স জাহিন হার্ডওয়্যার সত্বাধীকারী সৈয়দ হুমায়েদ আলী শাহিন।এছাড়াও সৈয়দ হুমায়েদ আলী শাহীন মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আছেন।

সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের এক অভিজাত রেস্টুরেন্টে মৌলভীবাজার জেলার রড, সিমেন্ট ও ডেউটিন ব্যবসায়ীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। উ

 

ক্ত সভায় মৌলভীবাজার জেলার সাতটি উপজেলা নিয়ে একটি ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি- সৈয়দ হুমায়েদ আলী শাহীন (মেসার্স জাহিন হার্ডওয়ার,মৌলভীবাজার ),সাধারণ সম্পাদক – শামীম আহমদ (মেসার্স হাজী আব্দুল খালিক এন্ড সন্স, মৌলভীবাজার ) এবং সাংগঠনিক সম্পাদক – শাকির আহমদ (মেসার্স শফিকুর রহমান,কুলাউড়া ) কে মনোনীত করা হয়।
এছাড়াও উক্ত কমিটিতে যথাক্রমে সিনিয়র সহ সভাপতি (১)জনাব আব্দুল মতিন, (মেসার্স মতিন টেডার্স,রাজনগর )
সহ-সভাপতি (২)আমিনুল ইসলাম (মেসার্স আমিনুল টেডার্স,কুলাউড়া ) সহ-সভাপতি (৩)জনাব এম এ মহসিন (মেসার্স এম এ নুর,জুড়ী ) যুগ্ম সাধারণ সম্পাদক (১)⁩ অজয় কুমার দাশ (মেসার্স সততা ট্রেডার্স,শ্রীমঙ্গল )
যুগ্ম সাধারণ সম্পাদক (২) শশাঙ্ক কুমার দত্ত (মেসার্স শশাঙ্ক কুমার দত্ত,বড়লেখা ) সহসাংগঠনিক – ১.অলিউর রহমান (মেসার্স হাজী কবির এন্ড সন্স,মৌলভীবাজার )
২.মাহবুবুর রহমান (মেসার্স আয়েশা ট্রেডার্স,বড়লেখা )
৩.হাবিবুর রহমান খোখন(মেসার্স বকুল অ্যান্ড সফিক ট্রেডার্স,জুড়ী) ৪.মাহফুজুর রহমান সায়েম (মেসার্স নুরজাহান ট্রেডার্স,কুলাউড়া ) ৫.জিল্লুর রহমান চৌধুরী (মেসার্স শিপন এন্টারপ্রাইজ,রাজনগর ) ৬.নুরুল ইসলাম খান রাজু (মেসার্স হাজী শামসুদ্দিন খান এন্ড সন্স,শমশেরনগর )
৭.কামাল আহমদ (মেসার্স জুয়েল ট্রেডার্স,শ্রীমঙ্গল )
কোষাধক্ষ্য – শশাংক পাল (দি নিউ আর.পি হার্ডওয়্যার এন্ড স্যানিটারি, মৌলভীবাজার ) প্রচার ও প্রকাশনা সম্পাদক -আজিজুল হোসেন তুহেল (মেসার্স মৌলভী এন্টারপ্রাইজ,মৌলভীবাজার ) সহপ্রচার ও প্রশাসনা সম্পাদক -মইনুল আলম ময়না (মেসার্স এস এম ট্রেডার্স,জুড়ি )
দপ্তর সম্পাদক – আশফাক আহমদ চৌধুরী(মেসার্স ইসমাইল স্যানিটারি মার্ট,মৌলভীবাজার ) ক্রিয়া ও সংস্কৃতি সম্পাদক – কাওসার আহমদ (মেসার্স কাওসার হার্ডওয়ার,শেরপুর ) কার্যকরী সদস্য ১.মোঃ আনিসুর রহমান (আনু) মেসার্স রহমান ট্রেডার্স (চাঁদনী ঘাট, মৌলভীবাজার) ২.আলহাজ্ব মোঃ আতাউর রহমান (হাজী আতাউর রহমান এন্ড সন্স মৌলভীবাজার)
৩.মোহাম্মদ আশরাফ মিয়া (মেসার্স মামুন হার্ডওয়ার মৌলভী বাজার) ৪.নজরুল ইসলাম রেনু (মেসার্স হাজী নুর ট্রেডার্স,কুলাউড়া ) ৫.রেজাউল করিম সুমন (মেসার্স সুমন এন্টারপ্রাইজ,কুলাউড়া ) ৬.সুলেমান আহমদ (মেসার্স আজিজ ট্রেডার্স,বানুগাছ ) ৭.আলী আহসান (মেসার্স আহসান ট্রেডার্স,কুলাউড়া) উক্ত সভায় সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সৈয়দ হুমায়েদ আলী শাহীন। মৌলভীবাজার জেলার রড সিমেন্ট ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ, উন্নয়ন ও ব্যবসায়ীদের সার্বিক সুবিধা অসুবিধা রক্ষণাবেক্ষণ এবং সুষ্ঠু পরিবেশে ব্যবসা পরিচালনা করার ঘোষণা দিয়ে ২০০৭ সালের শেষের দিকে মৌলভীবাজার শহরের কয়েকজন ব্যবসায়ী কে নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। বর্তমানে এর পরিধি বৃদ্ধি পেয়ে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলা ব্যাপি এর কার্যক্রম প্রতিষ্ঠা লাভ করে। প্রথমদিকে সংগঠনটি কোন গঠনতন্ত্র ছাড়াই পারস্পরিক সম্পর্কের মাধ্যমে পরিচালিত হয়ে আসে। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি দায়িত্ব পালন করেন হাজী আব্দুল খালিক এন্ড সন্স এর স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন জাহিন হার্ডওয়ার এন্ড সেনেটারী স্বত্বাধিকারী সৈয়দ হুমায়েদ আলী শাহিন। গঠনতন্ত্র তৈরীর জন্য সৈয়দ হুমায়েদ আলী শাহীনকে আহবায়ক, শামীম আহমদকে যুগ্ম আহবায়ক এবং এবং শাকির আহমদ, আব্দুল মতিন ও অজয় কুমার কে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের মধ্যভাগে মৌলভীবাজার জেলা সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির একটি খসড়া গঠনতন্ত্র তৈরি করে দেয়। এ গঠনতন্ত্রের ধারাবাহিকতা নানা প্রয়োজনে সংশোধন, সংযোজন, বিয়োজন করা যাবে গঠনতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে।

অনুষ্ঠানে উপস্থিত সকলে সংগঠনটিকে সাধুবাদ জানিয়ে সার্বক্ষণিক পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করেন। সংগঠনটি সকল ব্যবসায়ীর সহায়ক হিসেবে কাজ করবে বলে আশাবাদী। পরিশেষে সকল ব্যবসায়ীর কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে ।