ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কাজী নজরুল গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন মৌলভীবাজারের বিএনপি নেতা ফখরুল ইসলাম ষড়যন্ত্র যতদিন থাকবে বিএনপির আন্দোলন সংগ্রাম ততদিন চলবে – ফয়জুল করিম ময়ুন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের বকেয়া বেতন ভাতা প্রদানের জন্য অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান জাতীয় নির্বাচন হবে কি হবে না, সেটা  আমার বিষয় না – শ্রীমঙ্গলে উপদেষ্টা সাখাওয়াত হোসেন ডায়নামিক লিডারশীপ ছিল এম সাইফুর রহমানেন কাছে -চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ শিক্ষার্থীদের দাবির মুখে সাড়া দিয়েছে সরকার  সাংবাদিক মাহবুব এর মায়ের মৃত্যু মৌলভীবাজার প্রেসক্লাবের শোক সার্কের পরিচালক নিযুক্ত হয়েছেন কমলগঞ্জের তানভীর মৌলভীবাজারে ‘অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা
সিলেটগামী পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদকঃহবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের আউটারে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হলে সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন গিয়ে তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করে ।

 

মনতলা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৫০ মিনিটে মনতলা রেলস্টেশনের আউটারে চলন্ত অবস্থায় ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনের চালক ও মনতলা স্টেশনে কর্মরত ইঞ্জিনিয়ার, মেস্তুুরি গিয়েও সচল করতে পারেননি বিকল ইঞ্জিন। পরে আখাউড়া থেকে একটি ইঞ্জিন গিয়ে বিকল ইঞ্জিন সরিয়ে পারাবত ট্রেনের যাত্রীবাহি বগি নিয়ে সিলেটের উদ্দেশ্য রওয়ানা হয়।

 

এদিকে পারাবত ট্রেন বিলম্ব হওয়ায় নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া স্টেশনের যাত্রীরা পড়েন দুর্ভোগে। সোমবার দুপুর ১ টার দিকে বিষয়টি নিশ্চিত করে মনতলা রেল স্টেশনের মাষ্টার আতাউর রহমান খাদেম জানান, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে ।