ব্রেকিং নিউজ
সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহনকারী ফ্লাইট
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:৫৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / ৪৮ বার পড়া হয়েছে

সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।
বিমানের ভেতরেই পরিবারের সাথে খোশগল্প করছেন তারেক রহমানকে। এসময় স্ত্রী জোবাইদা রহমান ও জাইমা রহমানও তার সাথে আড্ডায় মেতে উঠেছে।
সিলেটে বিমানটি অবতরণের পর পরই তারেক রহমান তার ভেরিফাই করা ফেসবুকে লিখেন ‘ অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে’। এসময় ছবিতে দেখা যায় তার সাথে স্ত্রী জোবাইদা রহমানকেও।
সূত্রে জানা গেছে, ফ্লাইটটি সিলেটে এক ঘণ্টার একটি যাত্রাবিরতি দেবে। সিলেটে যাত্রা বিরতির পর বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে। ঢাকায় নেমে একাধিক কর্মসূচি আছে তার।
ট্যাগস :

















