সিলেট রেঞ্জে আইজিপি কাপ পুলিশ কাবাডি খেলায় চ্যাম্পিয়ন মৌলভীবাজর জেলা পুলিশ
- আপডেট সময় ০৫:৫২:০২ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ৬৭২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ সিলেট রেঞ্জে আইজিপি কাপ পুলিশ কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজর জেলা পুলিশ
বুধবার (২০ জুলাই) মৌলভীবাজার জেলার শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে সিলেট রেঞ্জের আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২২ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপে মৌলভীবাজার জেলা পুলিশ কাবাডি দল ২৭-২৬ পয়েন্টে সিলেট জেলা পুলিশ কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন মৌলভীবাজার জেলা পুলিশের আব্দুল খালেক।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল হাই চৌধুরী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব আশরাফুল ইসলাম প্রমুখ।