ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কমলগঞ্জে ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রে/ফ/তা র -২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উদযাপন আলোচিত আঞ্জুম হত্যা মামলার আসামী জুনেলের ২ দিনের রিমান্ড মঞ্জুর হিথ্রো বিমানবন্দরে নাসের রহমানকে উষ্ণ অভ্যর্থনা মৌলভীবাজারে ঢাকা ব্যাংকের “তারুণ্যের উৎসব ২০২৫ আর্থিক স্বাক্ষরতা নিশ্চিতে তরুণদের সম্পৃক্ততার আহ্বান ২০ সেপ্টেম্বর মৌলভীবাজার পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল কমলগঞ্জে ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের মনু-ধলই ভ্যালি কমিটি গঠন মৌলভীবাজারে রেস্টুরেন্টে প্রেমিকা নিয়ে আ ট ক স্কুল ছাত্র,অতঃপর.. ইউএনওর গাড়ি চাপায় প্রাণ গেল ফরিদ মিয়ার জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির বৃক্ষরোপন কর্মসূচি

সুপারস্টার খ্যাত হালের জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
  • / ৭৬১ বার পড়া হয়েছে

টিভি নাটকে এখন নিয়মিত নন লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত হালের জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম। চলচ্চিত্র আর ওয়েব সিরিজেই ব্যস্ততা সময় পার করছেন তিনি। গত কয়েক বছর ধরে টিভি ফিকশনে অনেকটাই অনিয়মিত এই তারকা। টিভি নাটকে এই তারকাকে ভক্তরা পাচ্ছেন না বহুদিন। ভক্তদের সেই খেদ সম্ভবত ঘুচতে যাচ্ছে। জনপ্রিয় এই চলচ্চিত্র ও নাট্যাভিনেত্রীকে এবার দেখা যাবে আরিফুল আজম হিমু পরিচালিত ‘মোহমায়া’ নামে একটি নাটকে। মিমের বিপরীতে নাটকে দেখা যাবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর ভোকাল রাহুল আনন্দকে।

মোহমায়া নাটকের লেখক ও পরিচালক আরিফুল আজম হিমু কথা বলেছেন ঢাকটাইমসের সঙ্গে। তিনি বলেন, মোহমায়া আপাত দৃষ্টিতে ‘সুরিয়ালিজম’ বা পরাবাস্তববাদ মনে হলেও একটা সময় দর্শক বুঝতে পারবে এটা ফ্যান্টাসি। আমরা যে ধরনের ফ্যামিলি ড্রামা দেখি সেরকম কিছু না। মিম ও রাহুল দা এই নাটকের মূল চরিত্র। এছাড়া আরও একটি চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ মজুমদার।

হিমু বলেন, একটি নারীমূর্তি তৈরিকে কেন্দ্র করে মোহমায়া নাটকের প্লট এগিয়েছে। নাটকে ভাস্করের ভূমিকায় অভিনয় করেন অহন (রাহুল আনন্দ)। মায়া চরিত্রে মিম। সেই নারীমূর্তি কখনো কখনো বাস্তবে চলে আসে অহনের সামনে। অহন তাকে পেতে চায়। কিন্তু সেই পাওয়ার পথ বেশ দুরূহ।

নারীমূর্তিটি তৈরি করতে ভাস্কর অহনকে যিনি নির্দেশ দেন তিনি সেটি নিতে চাইলেও অহন আর সেটি দিতে চাচ্ছেন না।

নাটকে আরেকটি চরিত্রে অভিনয় করেন পঙ্কজ মজুমদার। পঙ্কজ অভিনয় করেন গোয়ালার চরিত্রে, তিনি অহনের কাছে গরুর দুধ বিক্রি করেন। দুধ দেওয়ার সময় দুধ কম হয়েছে বলে নিজেই অনুযোগ করেন, পরে আরেকটু দুধ বাড়িয়ে দেন। বিষয়টি অহন বুঝতে পারলেও কিছু না বলে মিটিমিটি হাসেন। এভাবেই এগিয়েছে গল্পের প্লট।

নাটকের গল্পে দর্শককে হতাশ করবে না— এমন আশা ব্যক্ত করে হিমু বলেন, একটি মানুষ বাস্তবের চেয়ে ঊর্ধ্বে উঠে কী কী করতে পারে সেটা এই নাটকে দর্শক দেখতে পাবেন। সুরিয়ালিজম নিয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্যও বেশ মজার হবে। এই নাটকে একজন শিল্পীর মনস্তত্ব, একজন নারী ও একজন গোয়ালার মনস্তত্ব আপনাকে ভাবাবে। পুরোনো হলেও মিম ও রাহুলদার ভক্তরা নতুনভাবে দেখবেন তাদের।’

নাটকটি প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন শুক্রবার (১৫ জুলাই) রাত ১১টায় আর টিভিতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুপারস্টার খ্যাত হালের জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম

আপডেট সময় ১০:০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২

টিভি নাটকে এখন নিয়মিত নন লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত হালের জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম। চলচ্চিত্র আর ওয়েব সিরিজেই ব্যস্ততা সময় পার করছেন তিনি। গত কয়েক বছর ধরে টিভি ফিকশনে অনেকটাই অনিয়মিত এই তারকা। টিভি নাটকে এই তারকাকে ভক্তরা পাচ্ছেন না বহুদিন। ভক্তদের সেই খেদ সম্ভবত ঘুচতে যাচ্ছে। জনপ্রিয় এই চলচ্চিত্র ও নাট্যাভিনেত্রীকে এবার দেখা যাবে আরিফুল আজম হিমু পরিচালিত ‘মোহমায়া’ নামে একটি নাটকে। মিমের বিপরীতে নাটকে দেখা যাবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর ভোকাল রাহুল আনন্দকে।

মোহমায়া নাটকের লেখক ও পরিচালক আরিফুল আজম হিমু কথা বলেছেন ঢাকটাইমসের সঙ্গে। তিনি বলেন, মোহমায়া আপাত দৃষ্টিতে ‘সুরিয়ালিজম’ বা পরাবাস্তববাদ মনে হলেও একটা সময় দর্শক বুঝতে পারবে এটা ফ্যান্টাসি। আমরা যে ধরনের ফ্যামিলি ড্রামা দেখি সেরকম কিছু না। মিম ও রাহুল দা এই নাটকের মূল চরিত্র। এছাড়া আরও একটি চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ মজুমদার।

হিমু বলেন, একটি নারীমূর্তি তৈরিকে কেন্দ্র করে মোহমায়া নাটকের প্লট এগিয়েছে। নাটকে ভাস্করের ভূমিকায় অভিনয় করেন অহন (রাহুল আনন্দ)। মায়া চরিত্রে মিম। সেই নারীমূর্তি কখনো কখনো বাস্তবে চলে আসে অহনের সামনে। অহন তাকে পেতে চায়। কিন্তু সেই পাওয়ার পথ বেশ দুরূহ।

নারীমূর্তিটি তৈরি করতে ভাস্কর অহনকে যিনি নির্দেশ দেন তিনি সেটি নিতে চাইলেও অহন আর সেটি দিতে চাচ্ছেন না।

নাটকে আরেকটি চরিত্রে অভিনয় করেন পঙ্কজ মজুমদার। পঙ্কজ অভিনয় করেন গোয়ালার চরিত্রে, তিনি অহনের কাছে গরুর দুধ বিক্রি করেন। দুধ দেওয়ার সময় দুধ কম হয়েছে বলে নিজেই অনুযোগ করেন, পরে আরেকটু দুধ বাড়িয়ে দেন। বিষয়টি অহন বুঝতে পারলেও কিছু না বলে মিটিমিটি হাসেন। এভাবেই এগিয়েছে গল্পের প্লট।

নাটকের গল্পে দর্শককে হতাশ করবে না— এমন আশা ব্যক্ত করে হিমু বলেন, একটি মানুষ বাস্তবের চেয়ে ঊর্ধ্বে উঠে কী কী করতে পারে সেটা এই নাটকে দর্শক দেখতে পাবেন। সুরিয়ালিজম নিয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্যও বেশ মজার হবে। এই নাটকে একজন শিল্পীর মনস্তত্ব, একজন নারী ও একজন গোয়ালার মনস্তত্ব আপনাকে ভাবাবে। পুরোনো হলেও মিম ও রাহুলদার ভক্তরা নতুনভাবে দেখবেন তাদের।’

নাটকটি প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন শুক্রবার (১৫ জুলাই) রাত ১১টায় আর টিভিতে।