ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ডিপজল নির্বাচিত মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ সিলেট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ইকরামুল কবির,সম্পাদক সিরাজুল ইসলাম ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা ধান কেটে উৎসবের উদ্বোধন করলেন কৃষি মন্ত্রী  কোটচাঁদপুর কৃষক লীগের  ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কপোতাক্ষ নদে অভিযান বৈশ্বিক জলবায়ু ধর্মঘট ২০২৪ পালন করেছে মৌলভীবাজারের শিক্ষার্থীরা ডিবির অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক- ১৩  কুলাউড়া উপজেলার প্রবীণ শিক্ষাবিদ ও বিএনপি নেত্রী শাকিলা আর নেই

সুপারস্টার খ্যাত হালের জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
  • / ৪৪০ বার পড়া হয়েছে

টিভি নাটকে এখন নিয়মিত নন লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত হালের জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম। চলচ্চিত্র আর ওয়েব সিরিজেই ব্যস্ততা সময় পার করছেন তিনি। গত কয়েক বছর ধরে টিভি ফিকশনে অনেকটাই অনিয়মিত এই তারকা। টিভি নাটকে এই তারকাকে ভক্তরা পাচ্ছেন না বহুদিন। ভক্তদের সেই খেদ সম্ভবত ঘুচতে যাচ্ছে। জনপ্রিয় এই চলচ্চিত্র ও নাট্যাভিনেত্রীকে এবার দেখা যাবে আরিফুল আজম হিমু পরিচালিত ‘মোহমায়া’ নামে একটি নাটকে। মিমের বিপরীতে নাটকে দেখা যাবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর ভোকাল রাহুল আনন্দকে।

মোহমায়া নাটকের লেখক ও পরিচালক আরিফুল আজম হিমু কথা বলেছেন ঢাকটাইমসের সঙ্গে। তিনি বলেন, মোহমায়া আপাত দৃষ্টিতে ‘সুরিয়ালিজম’ বা পরাবাস্তববাদ মনে হলেও একটা সময় দর্শক বুঝতে পারবে এটা ফ্যান্টাসি। আমরা যে ধরনের ফ্যামিলি ড্রামা দেখি সেরকম কিছু না। মিম ও রাহুল দা এই নাটকের মূল চরিত্র। এছাড়া আরও একটি চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ মজুমদার।

হিমু বলেন, একটি নারীমূর্তি তৈরিকে কেন্দ্র করে মোহমায়া নাটকের প্লট এগিয়েছে। নাটকে ভাস্করের ভূমিকায় অভিনয় করেন অহন (রাহুল আনন্দ)। মায়া চরিত্রে মিম। সেই নারীমূর্তি কখনো কখনো বাস্তবে চলে আসে অহনের সামনে। অহন তাকে পেতে চায়। কিন্তু সেই পাওয়ার পথ বেশ দুরূহ।

নারীমূর্তিটি তৈরি করতে ভাস্কর অহনকে যিনি নির্দেশ দেন তিনি সেটি নিতে চাইলেও অহন আর সেটি দিতে চাচ্ছেন না।

নাটকে আরেকটি চরিত্রে অভিনয় করেন পঙ্কজ মজুমদার। পঙ্কজ অভিনয় করেন গোয়ালার চরিত্রে, তিনি অহনের কাছে গরুর দুধ বিক্রি করেন। দুধ দেওয়ার সময় দুধ কম হয়েছে বলে নিজেই অনুযোগ করেন, পরে আরেকটু দুধ বাড়িয়ে দেন। বিষয়টি অহন বুঝতে পারলেও কিছু না বলে মিটিমিটি হাসেন। এভাবেই এগিয়েছে গল্পের প্লট।

নাটকের গল্পে দর্শককে হতাশ করবে না— এমন আশা ব্যক্ত করে হিমু বলেন, একটি মানুষ বাস্তবের চেয়ে ঊর্ধ্বে উঠে কী কী করতে পারে সেটা এই নাটকে দর্শক দেখতে পাবেন। সুরিয়ালিজম নিয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্যও বেশ মজার হবে। এই নাটকে একজন শিল্পীর মনস্তত্ব, একজন নারী ও একজন গোয়ালার মনস্তত্ব আপনাকে ভাবাবে। পুরোনো হলেও মিম ও রাহুলদার ভক্তরা নতুনভাবে দেখবেন তাদের।’

নাটকটি প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন শুক্রবার (১৫ জুলাই) রাত ১১টায় আর টিভিতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুপারস্টার খ্যাত হালের জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম

আপডেট সময় ১০:০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২

টিভি নাটকে এখন নিয়মিত নন লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত হালের জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম। চলচ্চিত্র আর ওয়েব সিরিজেই ব্যস্ততা সময় পার করছেন তিনি। গত কয়েক বছর ধরে টিভি ফিকশনে অনেকটাই অনিয়মিত এই তারকা। টিভি নাটকে এই তারকাকে ভক্তরা পাচ্ছেন না বহুদিন। ভক্তদের সেই খেদ সম্ভবত ঘুচতে যাচ্ছে। জনপ্রিয় এই চলচ্চিত্র ও নাট্যাভিনেত্রীকে এবার দেখা যাবে আরিফুল আজম হিমু পরিচালিত ‘মোহমায়া’ নামে একটি নাটকে। মিমের বিপরীতে নাটকে দেখা যাবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর ভোকাল রাহুল আনন্দকে।

মোহমায়া নাটকের লেখক ও পরিচালক আরিফুল আজম হিমু কথা বলেছেন ঢাকটাইমসের সঙ্গে। তিনি বলেন, মোহমায়া আপাত দৃষ্টিতে ‘সুরিয়ালিজম’ বা পরাবাস্তববাদ মনে হলেও একটা সময় দর্শক বুঝতে পারবে এটা ফ্যান্টাসি। আমরা যে ধরনের ফ্যামিলি ড্রামা দেখি সেরকম কিছু না। মিম ও রাহুল দা এই নাটকের মূল চরিত্র। এছাড়া আরও একটি চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ মজুমদার।

হিমু বলেন, একটি নারীমূর্তি তৈরিকে কেন্দ্র করে মোহমায়া নাটকের প্লট এগিয়েছে। নাটকে ভাস্করের ভূমিকায় অভিনয় করেন অহন (রাহুল আনন্দ)। মায়া চরিত্রে মিম। সেই নারীমূর্তি কখনো কখনো বাস্তবে চলে আসে অহনের সামনে। অহন তাকে পেতে চায়। কিন্তু সেই পাওয়ার পথ বেশ দুরূহ।

নারীমূর্তিটি তৈরি করতে ভাস্কর অহনকে যিনি নির্দেশ দেন তিনি সেটি নিতে চাইলেও অহন আর সেটি দিতে চাচ্ছেন না।

নাটকে আরেকটি চরিত্রে অভিনয় করেন পঙ্কজ মজুমদার। পঙ্কজ অভিনয় করেন গোয়ালার চরিত্রে, তিনি অহনের কাছে গরুর দুধ বিক্রি করেন। দুধ দেওয়ার সময় দুধ কম হয়েছে বলে নিজেই অনুযোগ করেন, পরে আরেকটু দুধ বাড়িয়ে দেন। বিষয়টি অহন বুঝতে পারলেও কিছু না বলে মিটিমিটি হাসেন। এভাবেই এগিয়েছে গল্পের প্লট।

নাটকের গল্পে দর্শককে হতাশ করবে না— এমন আশা ব্যক্ত করে হিমু বলেন, একটি মানুষ বাস্তবের চেয়ে ঊর্ধ্বে উঠে কী কী করতে পারে সেটা এই নাটকে দর্শক দেখতে পাবেন। সুরিয়ালিজম নিয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্যও বেশ মজার হবে। এই নাটকে একজন শিল্পীর মনস্তত্ব, একজন নারী ও একজন গোয়ালার মনস্তত্ব আপনাকে ভাবাবে। পুরোনো হলেও মিম ও রাহুলদার ভক্তরা নতুনভাবে দেখবেন তাদের।’

নাটকটি প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন শুক্রবার (১৫ জুলাই) রাত ১১টায় আর টিভিতে।