স্ত্রীর মৃ/ত্যু/র খবর শুনে কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামীও মৃ/ত্যু

- আপডেট সময় ০৮:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ১৪৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রীর মৃত্যুর খবর শুনে কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামীও মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার পশ্চিম রাউৎগাঁও গ্রামের বাসিন্দা বৃদ্ধ রীনা বেগম (৭০) মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান। এ খবর শুনে মঙ্গলবার (১৫ জুলাই) সকালে তার স্বামী ওয়ারিছ মিয়াও (৮৫) মারা যান। দুজনকে পাশাপাশি কবরে শায়িত করা হয়েছে।
জানা যায়, রীনা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সপ্তাহখানেক আগে পাশের কমলগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে তিনি বেড়াতে যান। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রীনা হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এদিকে মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য অজু করে ফিরে ওয়ারিছ মিয়া স্ত্রীর মৃত্যুর খবর পান। এ সময় তিনিও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে ভালো বোঝাপড়া ছিল বলে স্বজনেরা জানিয়েছেন।
ওয়ারিছ মিয়া রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সদস্য ছিলেন।
মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় স্থানীয় রাউৎগাঁও বড় মোকামে জানাজা শেষে দুজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
