স্বতন্ত্র নাই মৌলভীবাজার ও সিলেটের ৭ আসনে, ‘নির্ভার’ নৌকার প্রার্থী
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৮:০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ১১৭০ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্কঃ দ্বাদশ সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের বিপরীতে সারাদেশে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৩৮৭ জন। ব্যতিক্রম নয় মৌলভীবাজার ও সিলেটে।
সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে মোট ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ১৭ জন রয়েছেন স্বতন্ত্র প্রার্থী। আবার স্বতন্ত্র প্রার্থী ছাড়া বিভাগে রয়েছে ৭টি আসন।
আসনগুলোতে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী থাকলেও এসব আসনে অনেকটাই নির্ভার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। দেশের জায়গায়-জায়গায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থিতায় চ্যালেঞ্জের মুখে পড়লেও সিলেট বিভাগের সাতটি আসনে দলীয় ভোটে বিভক্তির সম্ভাবনা কম।
সিলেট-১, ২ ও ৪, সুনামগঞ্জ-৩, মৌলভীবাজার-৩ ও ৪ এবং হবিগঞ্জ-৩ আসনে কোন স্বতন্ত্র প্রার্থী নেই। এসব আসনে স্বতন্ত্র প্রার্থীরা না থাকায় আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী হওয়া সহজ বলে মনে করা হচ্ছে।
সিলেট-১ আসনে প্রার্থী রয়েছেন ৫ জন। প্রার্থীরা হলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) এর আব্দুল বাছিত (ছড়ি), ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক (মিনার), বাংলাদেশ আওয়ামী লীগের এ. কে আব্দুল মোমেন (নৌকা), বাংলাদেশ কংগ্রেসর মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী (ডাব), এবং ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ (আম)।
সিলেট-২ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। প্রার্থীদের মধ্যে রয়েছেন গণফোরামের মোকাব্বির খান (উদীয়মান সূর্য), ন্যাশনাল পিপলস পার্টির মো. মনোয়ার হোসাইন (আম), বাংলাদেশ আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী (নৌকা), বাংলাদেশ কংগ্রেসের মো. জহির (ডাব), তৃণমূল বিএনপির মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ), এবং জাতীয় পার্টির মো. ইয়াহ্ইয়া চৌধুরী (লাঙ্গল)।
সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৪ জন প্রার্থী। তন্মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ইমরান আহমদ (নৌকা), ইসলামী ঐক্যজোটের মো. নাজিম উদ্দিন কামরান (মিনার), এবং তৃণমূল বিএনপির মো. আবুল হোসেন (সোনালী আঁশ)।
সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনে লড়ছেন ৪ জন প্রার্থী। প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের এম এ মান্নান (নৌকা), তৃণমূল বিএনপির মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টির তৌফিক আলী (লাঙ্গল), এবং বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মো. মকবুল হোসেন (কাঁঠাল)।
মৌলভীবাজার-৩ আসনে প্রার্থী রয়েছেন ৭ জন। প্রার্থী হিসেবে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের আব্দুল মোসাব্বির (মশাল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুর রউফ (মোমবাতি), জাতীয় পার্টির মো. আলতাফুর রহমান (লাঙ্গল), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির তাপস কুমার ঘোষ (হাতুড়ি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) এর মো. ফাহাদ আলম (ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টির মো. আবু বকর (আম), বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ জিল্লুর রহমান (নৌকা)।
মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী রয়েছেন ৩ জন। প্রার্থী হিসেবে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মো. আব্দুস শহীদ (নৌকা), ইসলামী ঐক্যজোটের মো. আনোয়ার হোসাইন (মিনার), এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুল মুহিত হাসানী (মোমবাতি)।
হবিগঞ্জ-৩ আসনে কোন স্বতন্ত্র প্রার্থী না থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন। প্রার্থী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির আব্দুল মুমিন চৌধুরী (লাঙ্গল), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম দলের মো. বদরুল আলম সিদ্দিকী (নোঙ্গর), বাংলাদেশ কংগ্রেসের মো. নোমান হাছান (ডাব), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুল ওয়াহেদ (চেয়ার), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) এর মো. শাহিনুর রহমান (ছড়ি), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. আদম আলী (ফুলের মালা), জাকের পার্টির মো. আনছারুল হক (গোলাপ ফুল), ন্যাশনাল পিপলস পার্টির মো. আ. কাদির (আম), এবং বাংলাদেশ আওয়ামী লীগের মো. আবু জাহির (নৌকা)।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)