স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫

- আপডেট সময় ০৭:৩১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে

“পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও”
এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার সদর উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৪ অক্টোবর সকালে পরিষদের সভা কক্ষে ৩৮ জন কিশোরীকে সম্মাননা সার্টিফিকেট, অনুষ্ঠানের শ্লোগান সম্বলিত ১টি মগ ও ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
ব্র্যাক জেলা সমন্বয়ক ইলিমেন্ট হাজং এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) লুৎফুন নাহার শারমীন।
আরো উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মৌমিতা বৈদ্য মিতু,মো: দেলোয়ার হোসেন, জেলা ব্যবস্থাপক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: নজরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার- টেকনিক্যাল ।
আয়োজন ও সার্বিক সহযোগিতায় ছিলেন মো: সানোয়ার কবির, অফিসার,ও নাজমিন নাহার, কমিউনিটি অর্গানাইজার, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচি, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন বলেন, ব্র্যাকের এই আয়োজন নি:সন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। “স্বপ্নসারথি” এবং “গ্র্যাজুয়েট” চমৎকার দুটি শব্দ। আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই। তোমরা বাল্যবিয়ের মতো ব্যাধি থেকে মুক্ত হয়েছো। আমি চাই এই আলো তোমরা তোমাদের চারিদিকে ছড়িয়ে দিবে, যাতে অন্য কিশোরীরাও তোমাদের মতো আলোকিত হতে পারে। তোমরাই সমাজ পরিবর্তনের হাতিয়ার।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভুমি) বলেন, ইচ্ছা থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়, স্বপ্নসারথি কিশোরীরা তা প্রমান করেছে। তিনি কিশোরীদের স্বপ্ন বাস্তবায়নে ব্র্যাকের এ উদ্যোগকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, কিশোরীদের স্বপ্ন বাস্তবায়নে পড়ালেখার পাশাপাশি সহায়ক আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণের সব রকম সহায়তা তিনি প্রদান করবেন। তিনি কিশোরীদের নিয়ে ব্র্যাকের এ আয়োজনে উপস্থিত থাকতে পেরে ধন্যবাদ জানান।
