ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারের ৪টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সারা দেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এম সাইফুর রহমানের সহধর্মিণীর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত আপনার এসপি সেবা’  চালু বিএনপি সময়ের হাসপাতালের যন্ত্রপাতি নিয়ে গেছে আওয়ামী লীগ” – নাসের রহমান মৌলভীবাজারে বাজারে বাজারে জনসংযোগে নাসের রহমান বিএনপির ৩১ দফার প্রচারপত্র বিলি, জনতার ঢল মৌলভীবাজারে হেক্সাস এবং বিট্রিশ কাউন্সিলের যৌথ উদ্দোগে চালু হয়েছে কম্পিউটার বেইজ আইএলটিএস এক্সাম সেন্টার জুড়ী মানবিক সোসাইটির উদ্যোগে ছাদিছ জামাতে উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত সময় ও সম্পদের কুরবানী দিতে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। -মাওলানা হাবিবুর রহমান

সড়ক মেরামত ৬৩৫ কোটি টাকার প্রকল্পে মৌলভীবাজারে ৭ সড়ক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
  • / ৬৭২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: সিলেটের বেশিরভাগ সড়কই চলতি বছরের বন্যার পানিতে তলিয়ে যায়। বিভিন্ন স্থানে সড়কের ওপর ২ থেকে ৫ ফুট পর্যন্ত পানি ছিল। এতে সড়কের বিটুমিন উঠে ভেসে যায়। কোথাও কোথাও সড়কের সাইডের মাটি ধসে যায়। বিভিন্ন সেতু ও কালভার্টের অ্যাপ্রোচ সড়কও ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে গত ৪-৫ মাস ধরে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার মানুষকে।

অবশ্য এই দুর্ভোগের অবসান হচ্ছে শিগগিরই। বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট অঞ্চলের ৩১টি সড়ক মেরামতে ৬৩৫ কোটি টাকার প্রকল্প মাসে সপ্তাহে অনুমোদন লাভ করেছে। যার মধ্যে মৌলভীবাজার জেলার রয়েছে ৭টি জনগুরুত্বপূর্ণ সড়ক।

সড়ক বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত আগস্ট মাসের শেষ দিকে সিলেট সড়ক জোনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা-সমূহের সামগ্রিক চিত্র তুলে ধরে সড়ক বিভাগের প্রধান প্রকৌশলীকে একটি প্রতিবেদন পাঠানো হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু বিভাগের সচিব এ বি এম আমিন উল্যাহ নূরীর সভাপতিত্বে সচিবালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট বিভাগের ৩১টি রাস্তা মেরামত করতে ৬৩৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়।

প্রকল্পের আওতাভুক্ত সড়কগুলো হচ্ছে: সিলেটের শেওলা-সুতারকান্দি সড়ক, গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার সড়ক, জনগর-কুলাউড়া-জুড়ী-বড়লেখা-বিয়ানীবাজার-শেওলা-চারখাই সড়কের বিভিন্ন অংশ, বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী সড়ক, শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ-নবীগঞ্জ-শেরপুর (আউশকান্দি) সড়ক, ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের বিভিন্ন অংশ, সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন অংশ, হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ-শাল্লা সড়ক, সিলেট-গোলাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ সড়ক।

এ ছাড়াও রয়েছে মদনপুর-দিরাই-শাল্লা সড়ক, জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক, সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়ক, বানিয়াচঙ্গ-নবীগঞ্জ সড়ক, কুলাউড়া-ব্রাক্ষণবাজার ফেঞ্চুগঞ্জ উপজেলা সংযোগ সড়ক, জুড়ি-ক্লিভডন কুলাউড়া সড়ক এবং কুলাউড়া গাজীপুর-জুড়ী-সাগরনাল উপজেলা সংযোগ সড়ক, দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়ক, সুনামগঞ্জ-কাচিরগাতি-বিশ্বম্ভরপুর সড়ক, পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ-আউশকান্দি সড়ক, সারী-গোয়াইনঘাট সড়ক, রশিদপুর-বিশ্বনাথ-রাশপাশা-লামাকাজি সড়ক, নিয়ামতপুর-তাহিরপুর সড়ক, কোম্পানীগঞ্জ-ছাতক সড়ক, ভাদেশ্বর-মিরগঞ্জ-মানিককোনা-ফেঞ্চুগঞ্জ সড়ক, দাউদাবাদ-দাউদপুর-ভাদেশ্বর (ঢাকা দক্ষিণ) সড়ক, জুড়ি-লাঠিটিলা সড়ক, বড়লেখা-শাহবাজপুর-লাতু সড়ক এবং চুনারুঘাট-আসামপাড়া-গাজিপুর ইউপি বাল্লা বিজিবি ক্যাম্প রোড। এসব সড়ক সংস্কার ও পুনর্বাসন হবে।

এ বিষয়ে জানতে চাইলে সড়ক জোন সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলে রাব্বি সত্যতা নিশ্চিত করে বলেন, চলতিমাসে এসব সড়কের টেন্ডার আহ্বান করা হবে। এমনকি আগামী এক মাসের মধ্য সংস্কারকাজ শুরু করা হবে বলে তিনি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সড়ক মেরামত ৬৩৫ কোটি টাকার প্রকল্পে মৌলভীবাজারে ৭ সড়ক

আপডেট সময় ১০:৫৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২

মৌলভীবাজার২৪ ডেস্ক: সিলেটের বেশিরভাগ সড়কই চলতি বছরের বন্যার পানিতে তলিয়ে যায়। বিভিন্ন স্থানে সড়কের ওপর ২ থেকে ৫ ফুট পর্যন্ত পানি ছিল। এতে সড়কের বিটুমিন উঠে ভেসে যায়। কোথাও কোথাও সড়কের সাইডের মাটি ধসে যায়। বিভিন্ন সেতু ও কালভার্টের অ্যাপ্রোচ সড়কও ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে গত ৪-৫ মাস ধরে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার মানুষকে।

অবশ্য এই দুর্ভোগের অবসান হচ্ছে শিগগিরই। বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট অঞ্চলের ৩১টি সড়ক মেরামতে ৬৩৫ কোটি টাকার প্রকল্প মাসে সপ্তাহে অনুমোদন লাভ করেছে। যার মধ্যে মৌলভীবাজার জেলার রয়েছে ৭টি জনগুরুত্বপূর্ণ সড়ক।

সড়ক বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত আগস্ট মাসের শেষ দিকে সিলেট সড়ক জোনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা-সমূহের সামগ্রিক চিত্র তুলে ধরে সড়ক বিভাগের প্রধান প্রকৌশলীকে একটি প্রতিবেদন পাঠানো হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু বিভাগের সচিব এ বি এম আমিন উল্যাহ নূরীর সভাপতিত্বে সচিবালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট বিভাগের ৩১টি রাস্তা মেরামত করতে ৬৩৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়।

প্রকল্পের আওতাভুক্ত সড়কগুলো হচ্ছে: সিলেটের শেওলা-সুতারকান্দি সড়ক, গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার সড়ক, জনগর-কুলাউড়া-জুড়ী-বড়লেখা-বিয়ানীবাজার-শেওলা-চারখাই সড়কের বিভিন্ন অংশ, বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী সড়ক, শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ-নবীগঞ্জ-শেরপুর (আউশকান্দি) সড়ক, ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের বিভিন্ন অংশ, সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন অংশ, হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ-শাল্লা সড়ক, সিলেট-গোলাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ সড়ক।

এ ছাড়াও রয়েছে মদনপুর-দিরাই-শাল্লা সড়ক, জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক, সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়ক, বানিয়াচঙ্গ-নবীগঞ্জ সড়ক, কুলাউড়া-ব্রাক্ষণবাজার ফেঞ্চুগঞ্জ উপজেলা সংযোগ সড়ক, জুড়ি-ক্লিভডন কুলাউড়া সড়ক এবং কুলাউড়া গাজীপুর-জুড়ী-সাগরনাল উপজেলা সংযোগ সড়ক, দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়ক, সুনামগঞ্জ-কাচিরগাতি-বিশ্বম্ভরপুর সড়ক, পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ-আউশকান্দি সড়ক, সারী-গোয়াইনঘাট সড়ক, রশিদপুর-বিশ্বনাথ-রাশপাশা-লামাকাজি সড়ক, নিয়ামতপুর-তাহিরপুর সড়ক, কোম্পানীগঞ্জ-ছাতক সড়ক, ভাদেশ্বর-মিরগঞ্জ-মানিককোনা-ফেঞ্চুগঞ্জ সড়ক, দাউদাবাদ-দাউদপুর-ভাদেশ্বর (ঢাকা দক্ষিণ) সড়ক, জুড়ি-লাঠিটিলা সড়ক, বড়লেখা-শাহবাজপুর-লাতু সড়ক এবং চুনারুঘাট-আসামপাড়া-গাজিপুর ইউপি বাল্লা বিজিবি ক্যাম্প রোড। এসব সড়ক সংস্কার ও পুনর্বাসন হবে।

এ বিষয়ে জানতে চাইলে সড়ক জোন সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলে রাব্বি সত্যতা নিশ্চিত করে বলেন, চলতিমাসে এসব সড়কের টেন্ডার আহ্বান করা হবে। এমনকি আগামী এক মাসের মধ্য সংস্কারকাজ শুরু করা হবে বলে তিনি জানান।