হতদরিদ্র মানুষের মাঝে ইফতার দিল মডেল থানা পুলিশ
- আপডেট সময় ০৪:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ৪২৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের উদ্যোগে শহরের প্রায় ৪০০ জন গরীব-দুখী, পথচারি, হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১১ এপ্রিল বিকেলে শহরের কুসুমভাগ ট্রাফিক বক্সের সামনে এসব ইফতার তুলে দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, আজকে পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজার সদর মডেল থানার পক্ষ থেকে আমরা ইফতার বিতরণ করতে যাচ্ছি। আপনারা জানেন, সেবাই পুলিশের ধর্ম, পাশাপাশি পুলিশকে মানবিক পুলিশ এবং জনগণের পুলিশ নিদের্শনা রয়েছে। আমাদের পুলিশ প্রধানসহ মাননীয় রেঞ্জ ডিআইজি, মাননীয় পুলিশ সুপারের নিদের্শনায় আমরা জনগণের কাছাকাছি এসে আমাদের সেবাগুলো জনগণের সেবায় পৌঁছে দিতে চাচ্ছি।
এর পাশাপাশি ইফতারের আয়োজন এ ইফতারের আয়োজনের মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষ যারা সাধারণ মানুষ তাদের মুখে হাসি ফুটাতে চাচ্ছি। এরই লক্ষ্যে একটা সাধারণ প্রচেষ্ঠা হচ্ছে আজকের ইফতারের আয়োজন।