ব্রেকিং নিউজ
হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সাজ্জাদুর রহমান

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ৯০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রখ্যাত মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং বর্ষীয়ান রাজনীতিবিদ ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে শমশেরনগরের শিংরাউলী ইলেভেন স্টার ক্লাব মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এ সময় রাষ্ট্রীয় মর্যাদা, ফুলেল শ্রদ্ধা এবং স্বজন-শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে মরহুমকে শেষ বিদায় জানানো হয়। জানাজায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো: ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আবেদ রাজা, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু, সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, কমলগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গোলাম কিবরিয়া শফি, আনোয়ার হোসেন বাবু, এনামুল হক শামীমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষ। মরহুম সাজ্জাদুর রহমান কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি শুধু রাজনীতিতেই নয়, সমাজসেবাতেও ছিলেন নিবেদিতপ্রাণ। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ট্যাগস :