মৌলভীবাজার জেলা জমিয়তের বিক্ষোভ

- আপডেট সময় ০৯:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা মুশতাক গাজীনগরীকে গুম করে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে জেলা জমিয়তের প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্ত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
জেলা জমিয়তের সভাপতি মাওলানা জামিল আহমদ আনসারীর সভাপতিত্বে ও জেলার প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসান কামালের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল হক, সহ সাধারণ সম্পাদক মুফতি শিহাব উদ্দীন, শহর শাখা জমিয়তের মাওলানা আব্দুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আব্দুস সালাম, শ্রীমঙ্গল উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আহমদ জুবায়ের জুয়েল, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, কুলাউড়া উপজেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ আক্তারুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী গুম করে হত্যা করার ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসন ও অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিবাদ সভা শেষে প্রেসক্লাব চত্ত্বর থেকে দাবী আদায়ে বিভিন্ন মিছিল দিয়ে বেরীর পয়েন্ট অবধি মিছিলটি যায়।
