ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
হিথ্রো বিমানবন্দরে নাসের রহমানকে উষ্ণ অভ্যর্থনা মৌলভীবাজারে ঢাকা ব্যাংকের “তারুণ্যের উৎসব ২০২৫ আর্থিক স্বাক্ষরতা নিশ্চিতে তরুণদের সম্পৃক্ততার আহ্বান ২০ সেপ্টেম্বর মৌলভীবাজার পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল কমলগঞ্জে ভূঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের মনু-ধলই ভ্যালি কমিটি গঠন মৌলভীবাজারে রেস্টুরেন্টে প্রেমিকা নিয়ে আ ট ক স্কুল ছাত্র,অতঃপর.. ইউএনওর গাড়ি চাপায় প্রাণ গেল ফরিদ মিয়ার জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ার মেয়ে শিক্ষিকা মিলির’র ঝুলন্ত লা/শ সিলেটে উদ্ধার ঢাকা-সিলেট মহাসড়ক অ ব রো ধ, যান চলাচল বন্ধ আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ : দেখা যাবে বাংলাদেশেও

হিথ্রো বিমানবন্দরে নাসের রহমানকে উষ্ণ অভ্যর্থনা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের মাটি ও মানুষের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও উচ্ছ্বাসমুখর পরিবেশে বরণ করে নিয়েছেন প্রবাসী নেতৃবৃন্দ। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আয়োজিত এ অভ্যর্থনা অনুষ্ঠানে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

বিমানবন্দরজুড়ে উৎসবের আবহ তৈরি হয় তার আগমনে। ফুলেল মালা, করতালি, হাসি আর আনন্দঘন পরিবেশে উপস্থিত সবাই নাসের রহমানকে স্বাগত জানান। প্রবাসীদের চোখেমুখে ছিল গর্ব, আবেগ আর স্বদেশপ্রীতির উজ্জ্বল ছাপ।

অভ্যর্থনা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাসের রহমান বলেন,
“আমাদের দেশ আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এই চ্যালেঞ্জ অতিক্রমে প্রত্যেক নাগরিকের ভূমিকা অপরিহার্য। দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি, তবে অবশ্যই সত্যিকারের পরিবর্তন সম্ভব হবে। প্রবাসীরা আমাদের জাতীয় অঙ্গীকার ও দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ।

তিনি আরও বলেন,“আমরা আমাদের জাতীয় ঐতিহ্যকে রক্ষা করতে চাই, গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই এবং নতুন প্রজন্মকে আশার আলো দেখাতে চাই, যাতে তারা স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারে।”

আগামী ৯ সেপ্টেম্বর লন্ডনে এম সাইফুর রহমানের ১৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। সেখানে প্রবাসী সমাজের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে মতবিনিময় করবেন বলেও জানান।

অভ্যর্থনা অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ বলেন,
“নাসের রহমান শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি আমাদের জন্য আশা ও প্রেরণার প্রতীক। তার উপস্থিতি আমাদের প্রবাসী সমাজকে আরও ঐক্যবদ্ধ ও অনুপ্রাণিত করে।”

হিথ্রো বিমানবন্দরে এ আয়োজনকে ঘিরে প্রবাসীদের মধ্যে এক ধরনের নব উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নাসের রহমানের সফরকে কেন্দ্র করে লন্ডন প্রবাসীদের মাঝে এখন বিরাজ করছে প্রাণচাঞ্চল্য ও প্রত্যাশার আলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হিথ্রো বিমানবন্দরে নাসের রহমানকে উষ্ণ অভ্যর্থনা

আপডেট সময় ১০:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

মৌলভীবাজারের মাটি ও মানুষের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও উচ্ছ্বাসমুখর পরিবেশে বরণ করে নিয়েছেন প্রবাসী নেতৃবৃন্দ। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আয়োজিত এ অভ্যর্থনা অনুষ্ঠানে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

বিমানবন্দরজুড়ে উৎসবের আবহ তৈরি হয় তার আগমনে। ফুলেল মালা, করতালি, হাসি আর আনন্দঘন পরিবেশে উপস্থিত সবাই নাসের রহমানকে স্বাগত জানান। প্রবাসীদের চোখেমুখে ছিল গর্ব, আবেগ আর স্বদেশপ্রীতির উজ্জ্বল ছাপ।

অভ্যর্থনা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাসের রহমান বলেন,
“আমাদের দেশ আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এই চ্যালেঞ্জ অতিক্রমে প্রত্যেক নাগরিকের ভূমিকা অপরিহার্য। দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি, তবে অবশ্যই সত্যিকারের পরিবর্তন সম্ভব হবে। প্রবাসীরা আমাদের জাতীয় অঙ্গীকার ও দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ।

তিনি আরও বলেন,“আমরা আমাদের জাতীয় ঐতিহ্যকে রক্ষা করতে চাই, গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই এবং নতুন প্রজন্মকে আশার আলো দেখাতে চাই, যাতে তারা স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারে।”

আগামী ৯ সেপ্টেম্বর লন্ডনে এম সাইফুর রহমানের ১৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। সেখানে প্রবাসী সমাজের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে মতবিনিময় করবেন বলেও জানান।

অভ্যর্থনা অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ বলেন,
“নাসের রহমান শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি আমাদের জন্য আশা ও প্রেরণার প্রতীক। তার উপস্থিতি আমাদের প্রবাসী সমাজকে আরও ঐক্যবদ্ধ ও অনুপ্রাণিত করে।”

হিথ্রো বিমানবন্দরে এ আয়োজনকে ঘিরে প্রবাসীদের মধ্যে এক ধরনের নব উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নাসের রহমানের সফরকে কেন্দ্র করে লন্ডন প্রবাসীদের মাঝে এখন বিরাজ করছে প্রাণচাঞ্চল্য ও প্রত্যাশার আলো।