হেলাল এর উপর স-ন্ত্রা-সী হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি

- আপডেট সময় ০৪:১৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ২২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুহিতুর রহমান হেলাল-এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা বিএনপি।
শনিবার দুপুরে জেলা বিএনপির আহবায়ক প্রয়োজন করে ময়ন প্র ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহিতুর রহমান হেলাল -এর উপর ৯ মে রাতে সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ধরণের বর্বরোচিত ও কাপুরুষিত হামলা রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। দেশের কোনো নাগরিক, বিশেষকরে রাজনৈতিক ব্যক্তিত্ব কখনোই এই ধরনের হামলার শিকার হতে পারেন না।
এই ধরণের ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।
