১০ অক্টোবর মৌলভীবাজার জেলা যুবলীগ ত্রি-বার্ষিক সম্মেলন
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৩:৪৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ৬৬১ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক: বাংলাদশ আওয়ামী যুবলীগমৌলভীবাজার জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এজন্য মৌলভীবাজার জেলা যুবলীগের নেতাকর্মীদের সকল ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে তারিখ পুননির্ধারণ করা হয়েছে |
শনিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে আগামী ২৬ সেপ্টেম্বর (সোমবার) ২০২২ ইংরেজি তারিখ নির্ধারণ করা হয়েছিলো। কিন্তু এইচএসসি পরীক্ষার কারণে তারিখ পরিবর্তন করে আগামী ১০ অক্টোবর ২০২২ ইংরেজি তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- আওয়ামী লীগের অন্যতম অঙ্গসংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের জন্য আগামী ১০ অক্টোবর (সোমবার) ২০২২ ইংরেজি তারিখ নির্ধারণ করেছেন।
গঠনতন্ত্রের ১৬ ও ২১ ধারা মোতাবেক মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সম্মেলনকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি গ্রহণের ও নির্দেশ দেয়া হয়েছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)