ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ত্বরিকত সম্মেলন বোনকে উত্যক্ত করায় যুবককে গলা কে/টে হ/ত্যা বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট মৌলভীবাজার পৌর শাখার আহ্বায়ক হলেন ইঞ্জিনিয়ার অরুণ কুমার ভট্টাচার্য ও সদস্য সচিব দীপক সরকার পাপন জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সৌজন্য সাক্ষাৎ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা বড়লেখা,ওসি মাহবুব ও এসআই সুব্রত পুরস্কৃত মৌলভীবাজারে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিলেন ফয়জুল করিম ময়ূন মৌলভীবাজার পিবিআই হাজত খানায় যুবকের আ/ত্ন/হ/ত্যা মৌলভীবাজারে জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫ অনুষ্ঠিত মৌলভীবাজারে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

১ জানুয়ারি বই উৎসবে রাজনৈতিক ব্যক্তিরা থাকতে পারবেন না

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • / ৬৮৬ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টঃ জাতীয় নির্বাচনের কারণে এবার ১ জানুয়ারি ‘বই উৎসব’ হলেও তাতে রাজনৈতিক ব্যক্তিরা থাকতে পারবেন না। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানও হবে না।

স্থানীয় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে ‘অনাড়ম্বর’ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন ১ জানুয়ারি ‘বই উৎসব’ করার অনুমতি দিলেও তাতে রাজনৈতিক ব্যক্তিরা থাকতে পারবেন না বলে জানিয়েছেন। এ জন্য কেন্দ্রীয়ভাবে যে অনুষ্ঠান করার কথা ছিল, সেটি হবে না। তবে ১ জানুয়ারি ডিসি-ইউএনওরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন।

জানা গেছে, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত ‘বই উৎসব’ অনুষ্ঠানের বিষয়ে সম্মতি দেয় নির্বাচন কমিশন। অর্থাৎ সরকারের রুটিন কাজ হিসেবে এখন বই বিতরণ কার্যক্রম চলবে।

করোনাকাল ছাড়া ২০১০ সাল থেকে শিক্ষাবর্ষের প্রথম দিন সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে সরকার। শিক্ষার্থীরা খালি হাতে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে নতুন বই হাতে নিয়ে খুশিমনে বাড়ি ফেরে। এটি এখন রেওয়াজে পরিণত হয়েছে।

তবে জাতীয় নির্বাচনের আগমুহূর্তে এবার আসন্ন শিক্ষাবর্ষের শুরুর দিনেই উৎসব করে শিক্ষার্থীদের বই তুলে দেওয়া হবে কি না, তা নিয়ে একধরনের অস্পষ্টতা ছিল। এখন নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়ায় ১ জানুয়ারি বই উৎসব হবে।

এনসিটিবি সূত্রমতে, এবার প্রাথমিকে বই ৯ কোটি ৩৮ লাখের বেশি এবং মাধ্যমিক স্তরের বই ২১ কোটি ৩২ লাখের বেশি।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১ জানুয়ারি বই উৎসবে রাজনৈতিক ব্যক্তিরা থাকতে পারবেন না

আপডেট সময় ০৯:০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

ষ্টাফ রিপোর্টঃ জাতীয় নির্বাচনের কারণে এবার ১ জানুয়ারি ‘বই উৎসব’ হলেও তাতে রাজনৈতিক ব্যক্তিরা থাকতে পারবেন না। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানও হবে না।

স্থানীয় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে ‘অনাড়ম্বর’ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন ১ জানুয়ারি ‘বই উৎসব’ করার অনুমতি দিলেও তাতে রাজনৈতিক ব্যক্তিরা থাকতে পারবেন না বলে জানিয়েছেন। এ জন্য কেন্দ্রীয়ভাবে যে অনুষ্ঠান করার কথা ছিল, সেটি হবে না। তবে ১ জানুয়ারি ডিসি-ইউএনওরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন।

জানা গেছে, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত ‘বই উৎসব’ অনুষ্ঠানের বিষয়ে সম্মতি দেয় নির্বাচন কমিশন। অর্থাৎ সরকারের রুটিন কাজ হিসেবে এখন বই বিতরণ কার্যক্রম চলবে।

করোনাকাল ছাড়া ২০১০ সাল থেকে শিক্ষাবর্ষের প্রথম দিন সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে সরকার। শিক্ষার্থীরা খালি হাতে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে নতুন বই হাতে নিয়ে খুশিমনে বাড়ি ফেরে। এটি এখন রেওয়াজে পরিণত হয়েছে।

তবে জাতীয় নির্বাচনের আগমুহূর্তে এবার আসন্ন শিক্ষাবর্ষের শুরুর দিনেই উৎসব করে শিক্ষার্থীদের বই তুলে দেওয়া হবে কি না, তা নিয়ে একধরনের অস্পষ্টতা ছিল। এখন নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়ায় ১ জানুয়ারি বই উৎসব হবে।

এনসিটিবি সূত্রমতে, এবার প্রাথমিকে বই ৯ কোটি ৩৮ লাখের বেশি এবং মাধ্যমিক স্তরের বই ২১ কোটি ৩২ লাখের বেশি।