২১ ডিসেম্বর জামায়াতের কর্মী সম্মেলন,আসবেন আমীরে জামায়াত
 
																
								
							
                                - আপডেট সময় ০৯:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / ৭৬৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমী ডা. মোঃ শফিকুর রহমান জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা জামায়াতের বিশেষ কর্মপরিষদ বৈঠকে এ সফর সূচী ঘোষণা করা হয়।
বৈঠকে জানানো হয়, ২১ ডিসেম্বর শনিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মপরিষদ বৈঠকে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারী মো: ইয়ামীর আলী, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ,মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া, পৌরসভা আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম ও জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল কুদ্দুস নোমান প্রমুখ।
জেলা কর্মপরিষদ বৈঠকে আমীরে জামায়াতের সফরসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৭ নভেম্বর জেলার উদ্যোগে প্রস্তুতি সভা আহ্বান করা হয়েছে। এতে প্রত্যেক উপজেলা আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি উপস্থিত থাকবেন।
 
                             
																			


















