৩ দিন অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা

- আপডেট সময় ১০:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ১ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজারে অবস্থান কর্মসূচি পালন করছেন মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া তানজিয়া শিশির।
শনিবার ৮ মার্চ দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে তিনি অবস্থান নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া তানজিয়া শিশির সাংবাদিকদের বলেন, গত তিন চার দিন পূর্বে মৌলভীবাজারের বড়লেখা চকলেট আনতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৩ বছরের শিশু। গতকাল পুরো বাংলাদেশকে স্তব্ধ করে দিয়ে মাগুরায় ৮ বছরের মেয়ে আপন বোন জামাই ও শ্বশুরে দ্বারা ধর্ষণের শিকার হয়। আজকে ৮ মার্চ নারী দিবস উপলক্ষে বাংলাদেশের নারীদের জন্য শ্রেষ্ঠ উপহার। কিন্তু মাগুরার ধর্ষণের শিকার শিশুটি পুরো বাংলাদেশকে কাঁদিয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেছে। আমি আমার এখন অব্দি জীবদ্দশায় যেটুকু দেখতে পেয়েছি, বাংলাদেশের কোন সরকারই ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে পারেনি। ধর্ষকরা সবসময়ই বরাবর পার পেয়ে যায়। আমাদের সুশীল সমাজ বলেন, আর বখাটে সমাজ বলেন সবসময় মেয়েদের পোশাকের দিকে আঙ্গুল তুলে কথা বলে কিন্তু যখন একজন বৃদ্ধ ধর্ষিত হয়, একজন শিশু যে কিনা নারীত্ব বা নারী জন্ম বুঝার আগেই ধর্ষিত হয় তখন আমাদের সুশীল সমাজ এগিয়ে আসে না, তাদের নিশ্চিত বিচারের দাবিতে এগিয়ে আসে না।
তানজিয়া শিশির আরও বলেন-নারী জনম টের পাওয়ার আগেই যাদের নারী জন্মের খেসারত পোহাতে তাদের পক্ষ থেকে নারী দিবসে আমার দৃঢ় অঙ্গীকার, ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত হওয়ার পর পিছু ছাড়বো। আগামী ২দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা অবস্থান কর্মসূচি চলবে।
এ সময় অন্তরবর্তীকালীন সকারের কাছে ধর্ষকদের সর্বোচ্চ শান্তি মৃত্যুদণ্ড ও চিহ্নিতের ৩০ কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার দাবি জানান তিনি।
প্রসঙ্গত, ৬ মার্চ মাগুরায় মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণিতে পড়ুয়া আট বছর বয়সি শিশু বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। যা সারাদেশে আলোচনা জন্ম দেয়।
এর আগে ৩ মার্চ বড়লেখা উপজেলায় বাসার নিচে দোকান থেকে চকলেট আনতে গিয়ে ধর্ষণের শিকার হয় তিন বছরের এক শিশু।
