রোববার ২৭ অক্টোবর মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।
পুলিশ সুপার তার বক্তব্যে জুলাই-আগস্ট গণহত্যার বিষয়ে উল্লেখ করে বলেন, ৫ আগস্টের আগে পাহার সমান বৈষম্য ছিল, এই বৈষম্য আমাদের ছাত্রসমাজ ভেঙ্গে দিয়েছিল। চব্বিশের জুলাই-আগষ্ট বৈষম্যের আন্দোলন ছিল। ওই আন্দোলনে অনেক রক্ত ঝরেছে। ছাত্রদের সাথে আন্দোলনে তাদের মা-বাবা ও প্রতিবেশী গিয়েছিল। সকলের সম্মিলিত প্রয়াশে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন আমরা অনেকেই কথা বলতে পারছি।
আমি যদি বলি বৈষম্য কোথায় হয়েছে, কেউ কিন্তু ৫ আগস্টের আগে কথা বলতে পারেনি। অনেকেই বৈষম্যের কথা বলতে গিয়ে মামলার আসামী হয়েছেন। কেউবা হারিয়েছেন ভাইকে, হারিয়েছে মা, বাবা, স্ত্রী, সন্তাকে। আন্দেলন চলাকালে হাসপাতালের মেঝে রক্ত পায়ের ঘণ্টা পর্যন্ত ছিল। সেই বেদনা কেউ ভুলার কথা নয়। ছাত্রদের রক্তের বিনিময়ে আজ আমাদের এই নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে। আজও যদি সেই বৈষম্য থেকে যায় তাহলে আমাদের এই স্বাধীনতার অর্জন রক্ষা করা সম্ভব হবে না। তাই আমরা সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিতে, বৈষম্য দূর করে এগিয়ে যেতে হবে।
প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক, এনটিভির স্টাফ করসপনডেন্ট ও দৈনিক ইনকিলাব সংবাদদাতা এস এম উমেদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান, বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন,দীপ্ত টিভির প্রতিনিধি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসি বিটিভির সাবেক জেলা প্রতিনিধি বকসী মিছবাহ উর রহমান, সাবেক প্রেসক্লাব সভাপতি ও সংগ্রাম প্রতিনিধি আজাদুর রহমান আজাদ, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, টেলিভিশন সাংবাদিকদের প্রতিষ্ঠান ইমজার সভাপতি ও মাছরাঙ্গা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমেদ, একাত্তর টিভি প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাত, প্রেসক্লাব সদস্য সচিব ও নিউজ টুয়েনটিফোর এর জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ,সাপ্তাহিক মৌলভীবাজার সমাচাররের ভারপ্রাপ্ত সম্পাদক আবদাল মাহবুব কোরেশী, দৈনিক রুপালী বাংলাদেশ এর রিপোর্টার সাহাজান মিয়া,এশিয়ান টিভি প্রতিনিধি ও মৌলভীবাজার২৪ ডট কমের সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রাহেল,কালেরকন্ঠ প্রতিনিধি সাইফুল ইসলাম, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ,সাপ্তাহিক মৌলভীবাজার সমাচাররের ভারপ্রাপ্ত সম্পাদক আবদাল মাহবুব কোরেশী, সাংবাদিক মুক্তাদির হোসেন।
উপস্থিত ছিলেন ডিএসবি’র ডিআইও ওয়ান মোঃ আজহারুল ইসলাম। অনুষ্ঠারে শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সাংবাদিকগণ।