৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা ভেংঙ্গে সরিয়ে নিতে নোটিশ দিলেন সড়ক ও জনপথ

- আপডেট সময় ০৮:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে

মোঃ মঈন উদ্দিন খানঃ সংবাদ প্রকাশের পর টনক নড়েছে ঝিনাইদহের সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের। ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা ভেংঙ্গে সরিয়ে নিতে নোটিশ দিলেন ওই স্থাপনা মালিকদের। বুধবার দুপুরে এ নোটিশ দেয়া হয়। এ দিকে এ নোটিশ দেয়াতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়িরা।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে জীবননগর – কালিগঞ্জ আঞ্চলিক সড়কের কোটচাঁদপুর অংশে অবৈধভাবে দখল করেছেন ওই জমির পাশের মালিকগন। এরপর সেখানে গড়ে তুলেছেন দোকান, আম বাজার, হোটেল, স মিল,রাইচ মিলসহ একাধিক স্থাপনা। পরে ওই সব স্থাপনা থেকে নিয়েছেন এ্যাডভ্যান্সের লাখ লাখ টাকা। নিতেন তাদের কাছ থেকে মোটা অংকের ভাড়া।
বিষয়টি নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর পেক্ষিতে বুধবার দুপুরে কোটচাঁদপুরে আসেন ঝিনাইদহের সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান,সহকারী প্রকৌশলী আহসান উল কবির,কার্যসহকারী মাসুদ রানা ও সার্ভেয়ার সোহেল রানা,কোটচাঁদপুর থানা পিএসআই হাসান ।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মী ও আম বাজারের দোকানিদের একাংশ। এরপর অবৈধ ভাবে দখল করা স্থাপনাগুলো পরিদর্শন করেন ওই কর্মকর্তারা। কথা বলেন ওই সব অবৈধ দখলদারদের সঙ্গেও। পরে প্রতিটি অবৈধ স্থাপনা মালিকদের নোটিশ দেন সংশ্লিষ্টরা । ওই নোটিশে ৭ দিনের মধ্যে নিজ খরচে ভেঙ্গে স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। অন্যথায় অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ দিকে অবৈধভাবে দখল করে স্থাপনা গড়ে তোলা মালিকদের নোটিশ দেয়াতে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
নাম প্রকাশ না করা শর্তে ব্যবসায়িদের অনেকে বলেন,দীর্ঘদিন ধরে তারা সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি দখল করে স্থাপনা তৈরি করে ভাড়া দিয়ে আসছিল। এতে করে একদিকে যেমন নস্ট হচ্ছিল পরিবেশ। অন্যদিকে সড়কে বাড়ছিল দূর্ঘটনা। যা তারা দীর্ঘদিন ধরে ভোগ করে আসছিল। অনেক জায়গায় বলেও কোন লাভ হয়নি তাদের।
তারা বলেন, দীর্ঘদিন পর হলেও সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের নজরে এসেছে বিষয়টি। আর স্থাপনা ভেঙ্গে সরিয়ে নিতে নোটিশ দেয়ায় কতৃপক্ষকে স্বাগত জানিয়েছেন ওই ব্যবসায়িরা। সাথে আশংকা প্রকাশ করে বলেন,নোটিশ পর্যন্ত যেন কার্যক্রম শেষ না হয়। তারা দ্রুত এর কার্যকরী পদক্ষেপও দেখতে চান।
এ ব্যাপার ঝিনাইদহের সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, আমাদের অফিসের লোকবল কম। এ কারনে আমরা অনেক কিছু জানার পর দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হয় না।
তিনি বলেন, পর্যায়ক্রমে সড়কের পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে যারা নতুন স্থাপনা তৈরি করছেন,তাদেরকে ৭ দিনের নোটিশ দেয়া হল। তারা যদি নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে স্থাপনা অপসারণ না করেন,তাহলে আমাদের গাড়ি এনে ভেঙ্গে দেয়া হবে। আর ব্যবস্থা নেয়া হবে তাদের বিরুদ্ধে ।
তিনি আরো বলেন, এর আগে যারা অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন, তাদেরকেও নোটিশ দেয়া হবে। আর পর্যায়ক্রমে সড়ক ও জনপথ অধিদপ্তরের সকল জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।
