ব্রেকিং নিউজ  
                            
                            শ্রীমঙ্গল গাঁজাসহ অলি আটক
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ০৪:২৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
 - / ৩৫০ বার পড়া হয়েছে
 

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে এক কেজি গাঁজাসহ অলি মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সুত্রে জানা যায়, ৯ জানুয়ারি সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস, এএসআই জামাল মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল শহরের লালবাগ এলাকায় প্রবেশমুখ থেকে আসামি অলি মিয়াকে আটক করে।
তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে নীল রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা।
আটককৃত অলি মিয়া শ্রীমঙ্গল শহরের মুসলিমবাগের মৃত নাবালগ গাজীর ছেলে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            
																			












