মৌলভীবাজার পাহাড়ী টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

- আপডেট সময় ০৬:৩৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ১৬১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার পাহাড়ী টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমান
মৌলভীবাজার২৪ ডেস্কঃ পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার ও উপজেলা ভূমি অফিস এর যৌথ অভিযানে মৌলভীবাজার জেলার সদর উপজেলার পাহাড়ী ইকোপার্ক এলাকায় অবৈধভাবে টিলা কর্তনের দায়ে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিত্বে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রিয়াজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সরাসরি টিলা কর্তনের প্রমাণ পায় এবং মৌলভীবাজার জেলার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আললাম সারোয়ার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (খ) ধারায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
উক্ত মোবাইল কোট অভিযানে টিলা কর্তনের দায়ে টিলার মালিক মোঃ শাহালমকে ৫০,০০০/- টাকা জরিমানা ধার্যসহ আদায় করেন।
মোঃ রিয়াজুল ইসলাম বলেন, সোনাপুর, কালেঙ্গা ও জগন্নাথপুর এলাকাটি পাহাড়ী এলাকা হওয়ায় এখানে প্রত্যেকটি এলাকায় কমবেশি পাহাড়/টিলা কর্তন করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে।
