সিএমএফ এর নতুন কমিটি গঠনঃ সভাপতি হোসাইন, সম্পাদক ফরহাদ
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০১:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ৪৮৫ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ দেশে-বিদেশে অবস্থানরত এক ঝাঁক বাংলাদেশী তরুণ সংবাদকর্মীদের সংগঠন ‘ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)’ এর সাধারন সভা ও ২য় কাউন্সিলে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার(২০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার আহমেদ বখত চৌধুরী ও নির্বাচন কমিশনার মুনজের আহমেদ চৌধুরীর সাক্ষরিত প্যাডে দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদ -কে সভাপতি ও দৈনিক যায়যায়দিনের রাজনগর প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন-কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাবে এক সাধারণ সভা ও কাউন্সিলে নতুন কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আশরাফ আলী (সিলেট মিরর), এ জে লাভলু(আজকের পত্রিকা), সহ-সাধারণ সম্পাদক আহমদ উর রহমান ইমরান(ভোরের ডাক), এম এ কাইয়ুম(এনটিভি ইউরোপ), সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক নাঈম (ঢাকা পোস্ট), দপ্তর সম্পাদক কামরান আহমদ (জাগ্রত সিলেট), প্রচার সম্পাদক মোহাম্মদ মুবিন খান (এশিয়াবিডি২৪), অর্থ সম্পাদক মাছু বখস মাহি(ঢাকা রিপোর্ট ২৪), ক্রীড়া সম্পাদক রিপন আহমদ (বাংলাদেশ সমাচার), সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল্লাহ হাসান (আমিরাত সংবাদ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে বি খান বিজয় (সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশ), আন্তর্জাতিক সম্পাদক মোঃ হাসান আহমদ (মৌলভীবাজার প্রতিদিন),
সদস্য তানবীর আঞ্জুম আরিফ (আনন্দ বাজার), আলিম আল মুনিম (জাগ্রত সিলেট), শুভ গোয়ালা (সংবাদ সারাবেলা), তারেকুল ইসলাম পাটুয়ারী (মৌলভীবাজ সমাচার), মোঃ ফাহাদ আবির, (ফটো সাংবাদিক, আল-জাজিরা চ্যানেল নেটওয়ার্ক, দোহা কাতার), সাজন আহমেদ (ঢাকা রিপোর্ট২৪), মারজান আহমদ (সিলেট বিডিনিউজ ২৪ লাইভ)।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)