মৌলভীবাজার পৃথক অভিযানে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার-৫
- আপডেট সময় ০৪:২৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ৪২৭ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১০ পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার এসআই ইমতিয়াজ সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ গিয়াস নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ লিটার চোলাই মদসহ আসামি লিয়াকত মিয়া (৩৬), সাজ্জাদ মিয়া (৩২),ইকবাল হোসেনকে আটক করেন।
গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিবে মৌলভীবাজার সদর থানাধীন গিয়াসনগর গ্রামের মেসার্স রিয়াদ এন্ড ইমাদ ভ্যারাইটিস স্টোরের সামনে থেকে একটি সিএনজি অটোরিকশার ভেতরে থাকা তিনটি সাদা রংয়ের প্লাস্টিকের বড় ড্রামে ১০০ লিটার করে মোট ৩০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। একই সাথে মাদক চোরাচালানে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।
মৌলভীবাজার সদর থানার অন্য এক অভিযানে ১০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম অরফে আলাউদ্দিন আহমেদ ও সবুজ মিয়া নামে দুজনকে আটক করা হয়েছে। রাতে সদর থানার এসআই কে এম নুর-ই- আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ শহরের সাইফুর রহমান স্টেডিয়ামের প্রবেশ গেটের সামনে থেকে দুজনকে আটক করে।
তাদের দেহ তল্লাশী করে দুজনের হেফাজত থেকে ৫ পিস করে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।