ভ্যান চালক শাহজামালের ভাই আশাদুল ইসলাম বলেন,গেল ১৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা রাতে শাহজামাল সাবদারপুর বাজার থেকে ভ্যানে দুই জন যাত্রি তোলেন। এরপর তাদের নিয়ে যান উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামে।
এরপর ভোমরাডাঙ্গা গ্রামে নামিয়ে বাড়ি ফেরার পথে ওই গ্রামের মাঠের মধ্যে কবলে পড়েন ছিনতাইকারী চক্রের। তারা ভ্যানচালক শাহজামালের টাকা,মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তি হয় ছিনাকারীদের সঙ্গে।
এক পর্যায় তারা শাহজামাল কে কুড়াল দিয়ে কোপ দিয়ে নগদ ২ হাজার টাকা ও মোবাইল সেটটি ছিনিয়ে নেন। বেধড়ক মারপিট করেন ভ্যানে থাকা শাহজামালের ভাইপো ফয়সাল হোসেনকে।
এতে গুরুতর আহত হন ফয়সাল। ওই রাতেই শাহজামাল কে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে যশোর। এরপর তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
বর্তমানে ভ্যান চালক ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ওই ঘটনায় গেল ১৮ জানুয়ারি এক জনের নাম উল্লেখ করে কোটচাঁদপুর থানায় মামলা করেন ভুক্তভোগীরা। মামলার ৪৪ দিন পার হয়ে গেলেও আজও কাউকে আটক করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি ছিনতাই হওয়া মালামাল।
বিষয়টি নিয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা ও সাবদারপুর ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন,১ জনের নাম উল্লেখ করে তারা মামলা করেছিলেন।
এ ছাড়া অজ্ঞাত আরো ৩ জনের নামও মামলা করেন তারা। ওই ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। আসামি ধরতে অভিযান অব্যহত রয়েছে। খুব শীঘ্রই ধরা পড়বেন বলে আশা করছি।