চাঁদ ওঠেনি,মঙ্গলবার ঈদ
- আপডেট সময় ০৫:২৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ৫৬৩ বার পড়া হয়েছে

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী মঙ্গলবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
রোববার (১ মে) চাঁদ দেখা না যাওয়ায় রোজা হবে ৩০টি।
রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
প্রতিমন্ত্রী ফরিদুল সংবাদ সম্মেলনে বলেন, রোববার বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। সেই হিসেবে সোমবার ৩০ রমজান পূর্ণ হবে এবং মঙ্গলবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
হিজরি সালের রমজানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাধারণত বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। এবার সৌদি আরবে ঈদুল ফিতর হবে সোমবার।

















