জুড়ীতে বিজিবি ৫২ ব্যাটালিয়নের গণশুনানী অনুষ্ঠিত
- আপডেট সময় ১০:৫৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ৩১৮ বার পড়া হয়েছে
জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে ফুলতলা সীমান্তবর্তী এলাকায় দূর্নীতি প্রতিরোধে জনগণের সমস্যা, অভিযোগ লিপিবদ্ধকরণ ও নিষ্পত্তিকরণ” বিষয়ক এক গণশুনানি অনুষ্ঠিত হয়।
বুধবার(২৬ এপ্রিল) সকাল ১১.৩০ টায় ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ে বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়ন-৫২ এ গণশুনানী আয়োজন করে।
হাবিলদার সরোয়ার আলমের পরিচালনায় বিজিবি ৫২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার এডি মোহাম্মদ নুর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম সেলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আরমান আলী, জুড়ী থানার এস আই পরিতোষ পাল।
গণশুনানীতে বিভিন্ন সমস্যা, সম্ভাবণা ও সমাধান নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন ফুলতলা ইউনিয়ন পরিষদের সদস্য দছির উদ্দিন, ইমতিয়াজ গফুর মারুফ, স্বপন মল্লিক,ভারতীয় পণ্য আমদানী রফতানি কারক ব্যবসায়ী নাজমুল আলম লিজন,ব্যবসায়ী আমিনুল ইসলাম, ফুলতলা বিজিবি ক্যাম্পের সুবেদার গোলাম গাউছ, জুড়ী উপজেলা প্রেসক্লাব সদস্য সাংবাদিক আল আমিন আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিলন চন্দ্র পাল, ফুলতলা ক্যাম্পটিলা ইবতেদায়ী মাদ্রাসার প্রধান মাওলানা গোলাম মোস্তফা, ইউপি সদস্য বিদ্যাসাগর তেলী, উত্তম গোস্বামী, অর্জুন গোয়ালা, মোরশেদ আহমদ রাজা, সামছুল ইসলাম, জলিল মিয়া, সদস্যা জুলেখা বেগম, অষ্টমী ভূমিজ, মিলন বেগমসহ সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
দূর্নীতি প্রতিরোধে গণশুনানীর আয়োজন এবং জনগণের সমস্যা, অভিযোগ লিপিবদ্ধকরণ ও নিষ্পত্তিকরণ সভায় দূর্নীতি প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় বসবাসরত জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে ফলপ্রসূ আলোচনা হয়।