মৌলভীবাজারে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা
- আপডেট সময় ০৪:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ৫৬২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস, ২০২৩ পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়।
র্যালী শেষে জেলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
প্রভাংশু সোম মহান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মো: জাকারিয়া, পুলিশ সুপার, ডা.চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, সিভিল সার্জন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মাঈদুল ইসলাম।
আলোচনা সভায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শব্দ দূষণের বিভিন্ন উৎস, কারণ, মানব স্বাস্থ্যের জন্য এর ক্ষতিকর প্রভাব, শব্দ দূষণ কমানোর ক্ষেত্রে নিজ নিজ অবস্থানে থেকে অবদান রাখার বিষয়ে সকলকে সচেতনতামূলক বক্তব্য প্রদান, আলোচনা এবং ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো; মাঈদুল ইসলাম উদ্যোগে ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহযোগিতায় শ্রীমঙ্গল রোডস্থ রহমান সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। শব্দদূষণবিরোধী উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ৮টি মামলা দায়েরসহ ৮,০০০/- টাকা জরিমানা আদায় ও ১৩ টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়। মোবাইল কোর্টে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন শাওন মজুমদার সুমন এবং সৈয়দ সাফকাত আলী।
এসময় রাস্তায় চলাচলরত যানবাহনে ড্রাইভার ও জনগণের মধ্যে শব্দদূষণের কুফল সংক্রান্ত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।


















