ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মৌসুমের দ্বিতীয় নিলামে ৫০ শতাংশ চা বিক্রি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ৪২৭ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি:  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে ২০২৩-২৪ নিলাম বর্ষের দ্বিতীয় চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে ৬৮ হাজার ৭৭৮ কেজি চা পাতা নিলামে উঠে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৭১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।

নিলামে ৫০ শতাংশ চা বিক্রি হয়েছে, যার গড় মূল্য ছিল প্রায় ২৫০ টাকা। গতকাল বুধবার (৩ মে) শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী অফিস জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ নিলাম অনুষ্ঠিত হয়।

এদিকে, নিলামে এম আর খান চা বাগানের ব্ল্যাক-টি সর্বোচ্চ দামে বিক্রি হয়, যার প্রতি কেজির দাম ছিল ৩১০ টাকা। তাছাড়া বিটিআরআই চা বাগানের ব্ল্যাক-টি বিক্রি হয় কেজিপ্রতি ৩০০ টাকা।

নিলামে শ্রীমঙ্গলের পাঁচটি ব্রোকারস হাউস মিলিয়ে প্রায় ৩৫ জন বায়ার অংশগ্রহণ করেন। নিলামে সাবারি টি প্ল্যান্টেশন-এর গ্রিন-টি কেজিপ্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দামে বিক্রি হয়।

এরআগে গত ২০২৩-২৪ নিলাম বর্ষের প্রথম চা নিলামে ৫৫ হাজার ৩ দশমিক ৬৫ কেজি চা পাতা নিলামে উঠলেও বিক্রি হয় ২৬ হাজার ৭৫ দশমিক ৪৫ কেজি, যার মূল্য ৬৫ লাখ ৫১ হাজার ১৯৬ দশমিক ৫৮ টাকা। গড় বিক্রয় মূল্য ছিল কেজিপ্রতি ২৫১ টাকা ২৪ পয়সা।

শ্রীমঙ্গল ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ জানান, ‘আজ (বুধবার) দ্বিতীয় চা নিলামে বায়ারদের অংশগ্রহণ একটু কম ছিল। মঙ্গলবার চট্টগ্রামে চা নিলাম থাকায় আজ শ্রীমঙ্গলে আসতে পারেনি। বুধবার (৩ মে) বিক্রির জন্য প্রায় ৬৮ হাজার কেজি চা পাতা ছিল, যার ৫০ শতাংশ চা বিক্রি হয়েছে। গড় মূল্য প্রায় ২৫০ টাকা। এর মধ্যে সাবারি গ্রিন-টি বিক্রি হয়েছে ১ হাজার ৭০০ টাকা। আর এম আর খান চা বাগানের ব্ল্যাক-টি বিক্রি হয়েছে সর্বোচ্চ ৩১০ টাকা। আর বিটিআরআই চা কেজিপ্রতি বিক্রি হয় ৩০০ টাকা। ভালো চায়ের কোয়ালিটি যেভাবে বৃদ্ধি পাচ্ছে। ভালো কোয়ালিটির চা, ভালো দাম পাবে। আশা করছি আমরা বাজার আরও উন্নত হবে।’

বাংলাদেশ চা বোর্ড সূত্রে জানা যায়, ‘২০২৩-২০২৪ অর্থ বছরে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে মোট ২৩টি চা নিলাম অনুষ্ঠিত হবে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে ১৮টি এবং আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে ৫টি নিলাম অনুষ্ঠিত হবে। সপ্তাহের মাঝে শুধুমাত্র বুধবার ভিন্ন ভিন্ন তারিখে নিলামের মাধ্যমে চা ক্রয়-বিক্রয় করা হবে।’

‘২০২৩ সালের ১ম নিলাম থেকে ১৭ তম নিলামের তারিখ যথাক্রমে: ২৬ এপ্রিল ২৩, ৩ মে ২৩, ১৭ মে ২৩, ৩১ মে ২৩, ১৪ জুন ২৩, ৫ জুলাই ২৩, ১৯ জুলাই ২৩ এবং ২ আগস্ট ২৩, ১৬ আগস্ট ২৩, ৩০ আগস্ট ২৩, ১৩ সেপ্টেম্বর ২৩, ২৭ সেপ্টেম্বর ২৩, ১১ অক্টোবর ২৩, ২৫ অক্টোবর ২৩, ৮ নভেম্বর ২৩, ২২ নভেম্বর, ৬ ডিসেম্বর ২৩ এবং ২০ ডিসেম্বর ২৩।’

‘২০২৪ সালের ১৮ তম নিলাম থেকে ২৩ তম নিলামের তারিখসমূহ: ৩ জানুয়ারি ২৪, ১৭ জানুয়ারি ২৪, ৩১ জানুয়ারি ২৪, ১৪ ফেব্রুয়ারি ২৪, এবং চা উৎপাদন মৌসুমের সর্বশেষ নিলাম হবে ২৮ ফেব্রুয়ারি ২৪।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌসুমের দ্বিতীয় নিলামে ৫০ শতাংশ চা বিক্রি

আপডেট সময় ০৭:০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

শ্রীমঙ্গল প্রতিনিধি:  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে ২০২৩-২৪ নিলাম বর্ষের দ্বিতীয় চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে ৬৮ হাজার ৭৭৮ কেজি চা পাতা নিলামে উঠে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৭১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।

নিলামে ৫০ শতাংশ চা বিক্রি হয়েছে, যার গড় মূল্য ছিল প্রায় ২৫০ টাকা। গতকাল বুধবার (৩ মে) শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী অফিস জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ নিলাম অনুষ্ঠিত হয়।

এদিকে, নিলামে এম আর খান চা বাগানের ব্ল্যাক-টি সর্বোচ্চ দামে বিক্রি হয়, যার প্রতি কেজির দাম ছিল ৩১০ টাকা। তাছাড়া বিটিআরআই চা বাগানের ব্ল্যাক-টি বিক্রি হয় কেজিপ্রতি ৩০০ টাকা।

নিলামে শ্রীমঙ্গলের পাঁচটি ব্রোকারস হাউস মিলিয়ে প্রায় ৩৫ জন বায়ার অংশগ্রহণ করেন। নিলামে সাবারি টি প্ল্যান্টেশন-এর গ্রিন-টি কেজিপ্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দামে বিক্রি হয়।

এরআগে গত ২০২৩-২৪ নিলাম বর্ষের প্রথম চা নিলামে ৫৫ হাজার ৩ দশমিক ৬৫ কেজি চা পাতা নিলামে উঠলেও বিক্রি হয় ২৬ হাজার ৭৫ দশমিক ৪৫ কেজি, যার মূল্য ৬৫ লাখ ৫১ হাজার ১৯৬ দশমিক ৫৮ টাকা। গড় বিক্রয় মূল্য ছিল কেজিপ্রতি ২৫১ টাকা ২৪ পয়সা।

শ্রীমঙ্গল ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ জানান, ‘আজ (বুধবার) দ্বিতীয় চা নিলামে বায়ারদের অংশগ্রহণ একটু কম ছিল। মঙ্গলবার চট্টগ্রামে চা নিলাম থাকায় আজ শ্রীমঙ্গলে আসতে পারেনি। বুধবার (৩ মে) বিক্রির জন্য প্রায় ৬৮ হাজার কেজি চা পাতা ছিল, যার ৫০ শতাংশ চা বিক্রি হয়েছে। গড় মূল্য প্রায় ২৫০ টাকা। এর মধ্যে সাবারি গ্রিন-টি বিক্রি হয়েছে ১ হাজার ৭০০ টাকা। আর এম আর খান চা বাগানের ব্ল্যাক-টি বিক্রি হয়েছে সর্বোচ্চ ৩১০ টাকা। আর বিটিআরআই চা কেজিপ্রতি বিক্রি হয় ৩০০ টাকা। ভালো চায়ের কোয়ালিটি যেভাবে বৃদ্ধি পাচ্ছে। ভালো কোয়ালিটির চা, ভালো দাম পাবে। আশা করছি আমরা বাজার আরও উন্নত হবে।’

বাংলাদেশ চা বোর্ড সূত্রে জানা যায়, ‘২০২৩-২০২৪ অর্থ বছরে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে মোট ২৩টি চা নিলাম অনুষ্ঠিত হবে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে ১৮টি এবং আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে ৫টি নিলাম অনুষ্ঠিত হবে। সপ্তাহের মাঝে শুধুমাত্র বুধবার ভিন্ন ভিন্ন তারিখে নিলামের মাধ্যমে চা ক্রয়-বিক্রয় করা হবে।’

‘২০২৩ সালের ১ম নিলাম থেকে ১৭ তম নিলামের তারিখ যথাক্রমে: ২৬ এপ্রিল ২৩, ৩ মে ২৩, ১৭ মে ২৩, ৩১ মে ২৩, ১৪ জুন ২৩, ৫ জুলাই ২৩, ১৯ জুলাই ২৩ এবং ২ আগস্ট ২৩, ১৬ আগস্ট ২৩, ৩০ আগস্ট ২৩, ১৩ সেপ্টেম্বর ২৩, ২৭ সেপ্টেম্বর ২৩, ১১ অক্টোবর ২৩, ২৫ অক্টোবর ২৩, ৮ নভেম্বর ২৩, ২২ নভেম্বর, ৬ ডিসেম্বর ২৩ এবং ২০ ডিসেম্বর ২৩।’

‘২০২৪ সালের ১৮ তম নিলাম থেকে ২৩ তম নিলামের তারিখসমূহ: ৩ জানুয়ারি ২৪, ১৭ জানুয়ারি ২৪, ৩১ জানুয়ারি ২৪, ১৪ ফেব্রুয়ারি ২৪, এবং চা উৎপাদন মৌসুমের সর্বশেষ নিলাম হবে ২৮ ফেব্রুয়ারি ২৪।’