ব্রেকিং নিউজ
আমার স্বপ্নগুলো ডানা মেলুক তোমার সাথে
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:৫২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ৪০৮ বার পড়া হয়েছে
আমার স্বপ্নগুলো ডানা মেলুক তোমার সাথে
আমার ইচ্ছেগুলো রাত্রি জাগুক তোমার সাথে
যখন চাঁদ ঘুমিয়ে ঐ আকাশে চাদর হয়ে
তোমার বুকে থাকব আমি আদর হয়ে।
তোমার কষ্টগুলো আমার শুধু, জেনে নিও
তোমার হাসিটুকু জীবন আমার, বুঝে নিও
রাত্রি যেমন দিনের আলোয় যায় হারিয়ে
তেমন করে নিও আমার মন ভাসিয়ে।
তোমার মনটা শুধু আমার প্রিয়, মেনে নিও
তোমার শুন্য দু হাত ভরে দেবো, আমায় দিও
চলো/ জীবন পথের সব সীমানা যাই পেরিয়ে
সেথায়, তোমার আমার গল্পগুলো থাক জড়িয়ে।
সালমা সুলতানা
গীতিকাব্য
ট্যাগস :