ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মেঝো ভাইসাবকে ভুলতে পারি না হাফিজ সাব্বির আহমদ ৩০ বছরে পদার্পণ করল ঢাকা ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখায় জমকালো আয়োজন মৌলভীবাজার জেলা বিএনপির শোক বার্তা কমলগঞ্জে পবিত্র আশুরা অনুষ্ঠান পালিত উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা,মিলাদ ও দোয়া মাহফিল চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার,চক্রের ৪ সদস্য গ্রেফতার জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির ঈদ পূনর্মিলনী সভা অনুষ্ঠিত কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৫তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন সোমবার আসছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুরে ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • / ৩৬১ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর  প্রতিনিধিঃ কোটচাঁদপুরে ৩ দোকানের শাটার ভেঙ্গে চুরি করেছেন দুই দোকানে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পৌর শহরে।

জানা যায়,বৃহস্পতিবার রাতে কোটচাঁদপুর পৌর শহরের তিনটি দোকানের শাটার ভেঙ্গেছেন চোরেরা। যার মধ্যে রয়েছে সেতু কসমেটিক, চয়েজ সু ও রত্না ক্লর্থ স্টোর।

এরমধ্যে চোরেরা রত্না ক্লর্থ থেকে নগদ ৪০ হাজার টাকা,সেতু কসমেটিকে ৬৫ হাজার। তবে চয়েস সুয়ের শাটার ভাংলেও চুরি হয়নি বলে জানা গেছে। সেতু কসমেটিকের মালিক অসিত বারই বলেন,গেল রাত ১০.৩০ মিনিটের দিকে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। রড কেনার জন্য  সকালে বাড়ি থেকে দোকানে আসি। এরপর দেখতে পায় শাটার ভাংঙ্গা। পরে দোকানে ঢুকে দেখি ড্রয়ার ভাংঙ্গা।

তিনি বলেন, ড্রয়ারে নগদ ৬৫ হাজার টাকা ছিল। তবে কোন মালামাল চুরি হয়েছে কিনা তা এখন বলা সম্ভব না।
রন্তা ক্লর্থের মালিক সুনিল ঘোষ বলেন, বৃহস্পতিবার ছিল আমার দোকানের হালখাতা। আমি দোকানের কাজ শেষ করে ভোর ৪.২০ মিনিটের সময় বাড়িতে গিয়েছি। এরমধ্যে চোরেরা দোকানে শাটার ভেঙ্গেছেন। নিয়ে গেছেন নগদ ৪০ হাজার টাকা। এ ব্যাপারে থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক( এসআই) নাজিবুল হক বলেন, ঘটনা শুনেছি। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এখনো পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ বা জিডি করেনি।
মোঃ মঈন উদ্দিন খান

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোটচাঁদপুরে ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরি

আপডেট সময় ০২:৩৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩

কোটচাঁদপুর  প্রতিনিধিঃ কোটচাঁদপুরে ৩ দোকানের শাটার ভেঙ্গে চুরি করেছেন দুই দোকানে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পৌর শহরে।

জানা যায়,বৃহস্পতিবার রাতে কোটচাঁদপুর পৌর শহরের তিনটি দোকানের শাটার ভেঙ্গেছেন চোরেরা। যার মধ্যে রয়েছে সেতু কসমেটিক, চয়েজ সু ও রত্না ক্লর্থ স্টোর।

এরমধ্যে চোরেরা রত্না ক্লর্থ থেকে নগদ ৪০ হাজার টাকা,সেতু কসমেটিকে ৬৫ হাজার। তবে চয়েস সুয়ের শাটার ভাংলেও চুরি হয়নি বলে জানা গেছে। সেতু কসমেটিকের মালিক অসিত বারই বলেন,গেল রাত ১০.৩০ মিনিটের দিকে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। রড কেনার জন্য  সকালে বাড়ি থেকে দোকানে আসি। এরপর দেখতে পায় শাটার ভাংঙ্গা। পরে দোকানে ঢুকে দেখি ড্রয়ার ভাংঙ্গা।

তিনি বলেন, ড্রয়ারে নগদ ৬৫ হাজার টাকা ছিল। তবে কোন মালামাল চুরি হয়েছে কিনা তা এখন বলা সম্ভব না।
রন্তা ক্লর্থের মালিক সুনিল ঘোষ বলেন, বৃহস্পতিবার ছিল আমার দোকানের হালখাতা। আমি দোকানের কাজ শেষ করে ভোর ৪.২০ মিনিটের সময় বাড়িতে গিয়েছি। এরমধ্যে চোরেরা দোকানে শাটার ভেঙ্গেছেন। নিয়ে গেছেন নগদ ৪০ হাজার টাকা। এ ব্যাপারে থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক( এসআই) নাজিবুল হক বলেন, ঘটনা শুনেছি। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এখনো পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ বা জিডি করেনি।
মোঃ মঈন উদ্দিন খান