মৌলভীবাজারে তিন রোহিঙ্গা নারী আটক
- আপডেট সময় ০১:১৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ১১৬২ বার পড়া হয়েছে
কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ ধলই সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে। দুপুরে কমলগঞ্জ থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
আটককৃত রোহিঙ্গারা হলেন, মিনারা বেগম (২০), স্বামী-সৈয়দুল আমিন, উখিয়া ক্যাম্প-১৪, ব্লক-সি-১, ফরমিনা বেগম (২০), পিতা-ইকবাল আহমদ, ক্যাম্প-৫, ব্লক-বি-১, হামিমা বেগম (২০), পিতা-নুর আলম, ক্যাম্প-১৪, ব্লক-বি-৩।
পুলিশ ও স্থানীয়রা জানান,বৃহস্পতিবার কক্সবাজার উখিয়া থেকে কয়েকজন রোহিঙ্গা নাগরিক কমলগঞ্জের ধলই সীমান্ত এলাকায় আসে। বর্ডার দিয়ে ভারতে যাওয়া তাদের আসল উদ্দেশ্য। শুক্রবার সকালে ১০টায় ৩ জন নারী সদস্য ধলই বিজিবি সদস্যদের হাতে আটক হয়।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের এসআই মহাদেব বাচাড় সঙ্গীয় তাদের কমলগঞ্জ থানায় নিয়ে আসেন।
কমলগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, আটককৃত ৩ নারী রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।