ব্রেকিং নিউজ
জেলের জালে ধরা পড়ে ৫০ কেজি ওজনের বাঘা আইড়
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৫:২০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ৫০৩ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার সদর উপজেলার কুশিয়ারা নদীর শেরপুর এলাকায় জেলের জালে ধরা পড়ে ৫০ কেজি ওজনের বাঘা আইড়।
রোববার (২৫ জুন) সকালে ওই জেলের কাছ থেকে মাছটি কিনে নেন জেলার রাজনগর উপজেলার কুশিয়ারা নদীপাড়ের নোয়াটিলা গ্রামের রুবেল মিয়া।
তিনি মাছটি কিনে নদীপাড়ের কালারবাজারে নিয়ে আসেন। ক্রেতাদের অনুরোধে আগাম ঈদুল আজহাকে সামনে রেখে তিনি মাছটি কেটে কেজি দরে বিক্রি করেন। এত বড় বাঘা আইড় মাছের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিক্রেতা রুবেল মিয়া বলেন,কুশিয়ারা নদী পাড়ের শেরপুর থেকে ৫০ হাজার টাকায় মাছ কিনে এনেছি। কালারবাজারে কেটে দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি করছি ।
বিষয়টি নিশ্চিত করে ওই এলাকার ইউপি মেম্বার হারুন আহমদ বলেন, বিপন্ন প্রজাতির বাঘা আইড় মাছ ধরা ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকলেও সচেতনতার অভাবে এমনটা হচ্ছে।
ট্যাগস :