শ্রীমঙ্গলে বিজিবির হাতে আটক-১
- আপডেট সময় ১১:৩৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ৭০১ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্ত দিয়ে ভারতে হাঁসের ছানা পাচার করে চোরাই পথে বিভিন্ন মাদক দেশে আনার সময় বিজিবির হাতে আটক হয়েছে এক মাদক কারবারি।
মঙ্গলবার সকালে সীমান্ত এলাকায় বিজিবি ৫৫ ব্যাটালিয়ান সিন্দ্ররখাঁন বিওপির সদস্যরা অভিযানে চালিয়ে পাচারের জন্য জড়োকরা ৩৮০টি হাঁস ও চোরইপথে ভারত থেকে আনা ৯ বোতল মদ জব্ধ করে।
এসময় এক মাদক কারবারিকে আটক করে। আটকৃত মাদক কারবারির নাম হুমায়ূন মিয়া। তার বাড়ি ব্রাহ্মন বাড়িয়া জেলার নাসিন নগর উপজেলার ঢলমন্ডল গ্রামে। বিকেল ৫টায় আটক আসামীকে আলামতসহ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি সিন্দুরখান ক্যাম্পের কমান্ডার সুবেদা মো: তফাজ্জল হোসেন জানান, এ চক্র গোপনে প্রায়ই এই আদান প্রদানের কাজ করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্তের লালটিলা এলাকায় এ চক্রকে তারা সনাক্ত ও এর এক সদস্যকে আটক করতে স্বক্ষম হন।
এ সময় চক্রের স্থানীয় সদস্য ফোরকান মিয়া পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার সময় ফোরকান মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনটি পড়ে গেলে এটি তারা জব্দ করেন।